শুধু মুখ্য চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন, প্রয়োজনে করবেন সিনেমা প্রযোজনা!
ভারতের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সিনেমায় পার্শ্ব চরিত্রে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনে নিজে সিনেমা প্রযোজনা করবেন, তবুও এখন থেকে মুখ্য চরিত্রেই অভিনয় করবেন এ বলিউড তারকা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জানান, মুখ্য চরিত্র বলতে যে 'হিরো' হতে হবে ব্যাপারটি এমন নয়। বরং সিনেমায় চরিত্রের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে।
উদাহরণ হিসেবে নিজের অভিনীত 'রইস' ও 'হিরোপান্তি ২' সিনেমার কথা উল্লেখ করেন নওয়াজ। 'রইস' সিনেমায় শাহরুখের বিপরীতে তার অভিনয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। একইসাথে 'হিরোপান্থি ২' সিনেমায় নিজের চরিত্রকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এমন বড় বড় সিনেমায় ভবিষ্যতে অভিনয়ের পরিকল্পনার কথা জানান তিনি।
শক্তিশালী চরিত্রের প্রস্তাব পেলে সালমান ও শাহরুখ খানের সাথেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন নওয়াজ। তিনি মনে করেন, মুখ্য চরিত্র ও পার্শ্ব চরিত্র বলিউড ইন্ডাস্ট্রিতে একটা পার্থক্য গড়ে দেয়।
নওয়াজউদ্দিন জানান, হলিউডে মুখ্য চরিত্র ও পার্শ্ব চরিত্রের মধ্যে তেমন পার্থক্য নেই। কিন্তু বলিউডে পার্শ্ব চরিত্রকে দ্বিতীয় সারির রোল হিসেবে ধরা হয়।
তাই বর্তমানে সিনেমায় পার্শ্ব চরিত্রের প্রস্তাব এড়িয়ে চলছেন নওয়াজ। প্রয়োজনে সিনেমা নিজেই প্রযোজনা করবেন; তবুও মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি।
নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছে সুধীর মিশরা পরিচালিত থ্রিলার 'আফওয়া' সিনেমায়। গত ৫ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে 'হাড্ডি', 'জোগিরা সা রা রা রা', 'টিকু ওয়েডস শেরু', 'নূরানি চেহরা' এর মতো বেশ কয়েকটি সিনেমা।