'আজ ফির তুম পে'র রিমিক্স শুনে আতঙ্কে কান্না পাচ্ছিল: অনুরাধা পরওয়াল
আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী অনুরাধা পরওয়াল জানিয়েছেন, বর্তমান যুগের রিমিক্স গানগুলো তিনি ভীষণ অপছন্দ করেন, বিশেষ করে তার নিজের গাওয়া গানগুলোর যখন রিমিক্স সংস্করণ প্রকাশ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস'কে দেওয়া সাক্ষাৎকারে অনুরাধা আরও জানান, হালের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর কণ্ঠে নিজের গাওয়া 'আজ ফির তুম পে' গানটি শুনে আতঙ্কে কান্না পাচ্ছিল তার!
অনুরাধা পরওয়াল জানান, আধুনিক রিক্রিয়েশনের নামে রেট্রো গানগুলোর সুর পাল্টে দেওয়া ও নির্মমভাবে এর সৌন্দর্য্য নষ্ট করার পক্ষপাতী নন তিনি। ভজন সঙ্গীতে মনোনিবেশ করার আগে অনুরাধা বেশকিছু হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন, যেগুলো ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে আশিকি, দিল হ্যায় কে মানতা নেহি, সড়ক, দিল, বেটা ও সাজান এর মতো সিনেমাগুলো।
সাক্ষাৎকারে অনুরাধা পরওয়াল বলেন, যখন তার নিজের গাওয়া গানগুলোর রিমিক্স সংস্করণ তার চোখে পড়ে, তখনই তিনি নিজের গান ও ভজন সঙ্গীত আবারও ভালোভাবে শোনেন।
"আমি মাঝেমধ্যে নিজের গাওয়া গানগুলো শুনি, খুব বেশি নয়। কিন্তু যখন শুনি, ভালো মনোযোগ দিয়েই গানগুলোই শুনি। কিন্তু আমি এটা কখন করি জানেন? যখন দেখি একটা বিচ্ছিরি রিমিক্স গান বের হয়েছে এবং তখনই সাথেসাথে আমি আমার নিজের গানটা শুনি... তখন মনে হয়- ওহ, এবার একটা ভালো গান শোনা গেল!" বলেন অনুরাধা।
এরকমই একটি রিমিক্স গানের উদাহরণ দিতে গিয়ে বর্তমানের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং এর গাওয়া 'আজ ফির তুম পে' গানটির কথা বলেন অনুরাধা পরওয়াল। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত 'দয়াবান' চলচ্চিত্রে এই গানটি তিনিই গেয়েছিলেন। ছবিটিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিত। আর গানটির মূল সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল এবং গেয়েছিলেন অনুরাধা পরওয়াল এবং পঙ্কজ উদাস। 'হেইট স্টোরি ২' ছবির জন্য এই গানটি রিক্রিয়েট করে গেয়েছিলেন অরিজিত সিং এবং সামিরা কোপিকার।
অনুরাধা বলেন, "কেউ একজন আমাকে বলেছিল এই রিমিক্স গানটা নাকি সুপার-ডুপার হিট হয়েছে, তাই আমি যেন এটা শুনি। কিন্তু এই গান শুনে আমার কান্না পাচ্ছিল, আমি সাথেসাথে ইউটিউবে গিয়ে নিজের গাওয়া গানটাতে চলে যাই এবং সেটা কয়েকবার শুনি। তখন আমার মন শান্ত হয়।"
ইতোমধ্যেই সঙ্গীত জগতে ৫০ বছর পার করে ফেলেছেন খ্যাতনামা এই শিল্পী। সম্প্রতি তিনি সূর্যোদয় ফাউন্ডেশনের আওতায় 'গিফট অব সাউন্ড' নামের একটি উদ্যোগ শুরু করেছেন।
নব্বইয়ের দশকে টানা একের পর এক হিট গান উপহার দেওয়ার পর অনুরাধা পরওয়াল সিনেমায় গান গাওয়া কমিয়ে দেন এবং ভজন সঙ্গীতে মন দেন। সেখানেও তিনি একই রকম খ্যাতি পেয়েছেন। এই শিল্পী জানান, বর্তমানে কেউ যদি তাকে জিজ্ঞাসা করে বলিউডে গাইবেন কিনা, তাহলে তিনি সোজা উত্তর দেন- আগে তিনি যেরকম মানসম্পন্ন গান গাইতেন তা নিশ্চিত করলে তবেই তিনি গাইবেন।