নিলামে প্রায় ৬ লাখ ডলারে বিক্রি হলো কার্ট কোবেইনের ভেঙে ফেলা গিটার
আমেরিকান রক ব্যান্ড 'নির্ভানা'র প্রতিষ্ঠাতা সদস্য, গায়ক ও গিটারিস্ট কার্ট কোবেইনের ভেঙে ফেলা একটি গিটার নিলামে প্রায় ৬০০,০০০ ডলারে বিক্রি হয়েছে। শনিবার নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এই নিলাম অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
প্রয়াত গায়কের ভেঙে ফেলা এই কালো রঙের ফেন্ডার স্ট্র্যাটোক্যাস্টার গিটারটি বিক্রিত মূল্যের দশ ভাগের এক ভাগ মূল্যে বিক্রি হবে বলে ধারণা করেছিলেন আয়োজকরা।
১৯৯৪ সালে আত্মহত্যা করে নিজের জীবনাবসান ঘটিয়েছিলেন কার্ট কোবেইন। কিন্তু দুনিয়াজুড়ে অগণিত ভক্তের কাছে আজও তিনি এক উজ্জ্বল নক্ষত্রের মতো। মঞ্চে উঠে উগ্র ও জোরাল পারফরম্যান্সের জন্য তার খ্যাতি ছিল।
নব্বইয়ের দশকের শুরুর দিকে নির্ভানার 'নেভারমাইন্ড' অ্যালবামের কাজ চলার সময় এই গিটারটি ভেঙ্গে ফেলেন কার্ট কোবেইন। যদিও গিটারটি পরে জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটি আর বাজানোর উপযুক্ত হয়নি।
কোবেইনের এই গিটারটি বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হলো, গিটারের গায়ে সিলভার মার্কার দিয়ে ব্যান্ডের তিন সদস্যের স্বাক্ষর রয়েছে। শুধু তাই নয়, কোবেইন তার বন্ধু ও সঙ্গীত সহযোগী মার্ক ল্যানেগ্যানকে উৎসর্গ করে দুই লাইন লিখেছেন এই গিটারের গায়ে। মার্ক ল্যানেগ্যান গত বছর মারা গিয়েছেন।
কার্ট কোবেইন প্রায়ই নিজের নামের বানান ভুল লিখতেন। এই গিটারেও তিনি নিজের নাম স্বাক্ষর করেছেন 'Kurdt Kobain' লিখে। নিজের ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংখ্যক ফেন্ডার স্ট্র্যাটোক্যাস্টার গিটার ভেঙেছেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী।
জুলিয়েন'স অকশনের কোডি ফ্রেডেরিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, "এই মানুষটা ছিল ভীষণ রাগী, তাকে মঞ্চে দেখলে তা অনুভব করতে পারতেন। আর যেভাবে নিজের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কাজ করতেন, তা থেকেও বোঝা যায়।"
মাত্র ৬০,০০০ থেকে ৮০,০০০ ডলারের মধ্যে শুরু হয়েছিল গিটারটির নিলাম। কিন্তু সেই গিটারই ৫৯৬,৯০০ ডলারে বিক্রি হওয়াকে 'চমকপ্রদ' ব্যাপার বলে উল্লেখ করে জুলিয়েন'স।
নিলাম হাউজের মতে, কার্ট কোবেইন ১৯৯২ সালে নির্ভানার 'নেভারমাইন্ড' অ্যালবামের জন্য নর্থ আমেরিকা ট্যুরের সময় এই গিটারটি ল্যানেগ্যানকে দিয়েছিলেন।
তবে নিলামে গিটারটি কে কিনেছেন তা এখনও জানা যায়নি। নিলাম হাউজ জানিয়েছে, গিটারটির আগের মালিকের নাম ছিল পালমার।
বছর দুয়েক আগে কার্ট কোবেইনের ১৯৯৩ সালের শেষের দিকে এমটিভি আনপ্লাগড পারফরম্যান্সের সময় ব্যবহৃত একটি এক্যুস্টিক গিটার ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
জুলিয়েন'স-এর তিন দিনব্যাপী নিলামে এলভিস প্রেসলি, ফ্রেডি মার্কারি, জ্যানেট জ্যাকসন ও ডলি পার্টনের মতো আরও অনেক কিংবদন্তি শিল্পীদের স্মারক নিলামে তোলা হয়েছিল।