বব ডিলানের বায়োপিকে পিট সিগারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ
বিশ্বনন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের বায়োপিক 'আ কমপ্লিট আননোন'-এ প্রয়াত ফোক সঙ্গীতশিল্পী ও অধিকারকর্মী পিট সিগারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যম ডেডলাইনকে এ তথ্য জানান 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি'র পরিচালক জেমস ম্যানগোল্ড।
এর আগে এই পরিচালক জানিয়েছিলেন, ছবিটিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করবেন টিমোথি শ্যালামে, যেখানে অভিনেতা নিজেই গাইবেন।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী বব ডিলানের সঙ্গীত ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে পিট সিগারের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এমনকি ১৯৬২ সালে কলাম্বিয়া রেকর্ডস থেকে ডিলানের অভিষেক অ্যালবাম 'বব ডিলান' প্রকাশের ক্ষেত্রেও সাহায্য করেছিলেন পিট সিগার।
জানা গেছে, চলতি বছরের আগস্টেই শুরু হবে ডিলানের বায়োপিকের কাজ। তবে এখনও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
এলিজাহ ওয়াল্ডের লেখা বই 'ডিলান গোউজ ইলেক্ট্রিক' এবং জে ককস এর লেখা একটি চিত্রনাট্য (যেখানে ডিলানের প্রাথমিক জীবন তুলে ধরা হয়েছে) অবলম্বনে এই বায়োপিক নির্মিত হবে।
আমেরিকান শিল্পী, লেখক ও ভিজুয়াল আর্টিস্ট বব ডিলান তার গানে গণমানুষের অধিকার ও জীবনদর্শনের বার্তা ৫০ বছরেরও বেশিকাল ধরে দিয়ে আসছেন। ১৯৬০-এর দশকে তার 'ব্লোয়িং ইন দ্য উইন্ড' ও 'দ্য টাইমস দে আর আ-চেঞ্জিং' মানবাধিকার ও যুদ্ধবিরোধী আন্দোলনের অ্যানথেমে পরিণত হয়েছিল। বাংলাসহ বহু ভাষায় তার গান অনুবাদ হয়েছে। গেয়েছেন পৃথিবীর নানা প্রান্তের নানা শিল্পী। এভাবে তার অনেক গান হয়ে উঠেছে সার্বজনীন। বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।