পরিচালকের 'অমানবিক' আচরণের কারণে টাকা ফেরত দিয়ে শ্যুটিং ছেড়েছিলাম: প্রিয়াঙ্কা
বলিউডে বেশ সফল অভিনেত্রী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বহুদিন হলো নিজ দেশ ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী। হলিউডেও এখন তিনি পরিচিত মুখ, কাজ করেছেন একাধিক হলিউড প্রজেক্টে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে বলিউডে কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন সেসব নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। তারই ধারাবাহিকতায় জানা গেল, বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে একবার তিনি কয়েকদিন শ্যুটিং এর পরেই প্রযোজকদের টাকা ফেরত দিয়েছিলেন, কারণ ছবিটির পরিচালক ছিলেন খুবই 'অমানবিক'।
সম্প্রতি দ্য জো রিপোর্ট'কে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, দুই দশক আগে কিভাবে তার মতো একজন তরুণ অভিনেত্রী নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই খারাপ পরিচালকের হাত থেকে নিজেকে ছাড়িয়েছিলেন।
জনপ্রিয় মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর বছরের বেশিরভাগ সময় আমেরিকাতেই থাকছেন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারে তিনি জানান, তার চরিত্রটি ছিল গোপনে, লোকচক্ষুর আড়ালে থেকে একটি কাজ করে যাওয়ার। এই ছবিতে একটি দৃশ্যে তাকে জনৈক পুরুষকে প্রলুব্ধ করতে হতো এবং এর জন্য কিছু পোশাক খোলার দরকার ছিল।
প্রিয়াঙ্কার ভাষ্যে, এই দৃশ্যটির জন্য তিনি চেয়েছিলেন কয়েক পরত জামাকাপড় পরতে। কিন্তু পরিচালক এতে বাধা দিয়ে বলেন, তিনি এই দৃশ্যে তার অন্তর্বাস দেখাতে চান, তা নাহলে মানুষ কেন এই ছবি দেখতে আসবে?
একথা শোনার পরপরই ওই পরিচালককে চরম অমানবিক মনে হয়েছিল প্রিয়াঙ্কার। ওই ব্যক্তির কথা বলার ভঙ্গি, যে আচরণ তিনি করেছিলেন তা মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কা। তাই দুদিন বাদেই যা যা খরচ হয়েছিল তার পেছনে সব ফেরত দিয়ে দেন এবং অগ্রিম পারিশ্রমিকও ফেরত দেন তিনি।
এ ঘটনার পরে অবশ্য আরও ৮০টি প্রোডাকশনে কাজ করেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ দেখা গেছে স্পাই থ্রিলার 'সিটাডেল' সিরিজে রিচার্ড ম্যাডেনের বিপরীতে। 'লাভ অ্যাগেইন' সিনেমায় স্যাম হিউগেনের সঙ্গেও কাজ করেছেন তিনি।