ম্যানেজারের হাতে ৮০ লাখ রুপির প্রতারণার শিকার রশ্মিকা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/06/19/main-image-credit-rashmika-mandanna-instagram_63ad2b8d6e612_0.jpeg)
নিজের ম্যানেজারের হাতেই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। শেষবার তাকে স্পাই থ্রিলার মিশন মজনু (২০২৩)-এ দেখা গিয়েছে। বর্তমানে আল্লু অর্জুনের 'পুষ্পা ২' এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সম্প্রতি জানা গেল, অভিনেত্রী তার দীর্ঘদিনের ম্যানেজার কর্তৃক ৮০ লাখ রুপির প্রতারণার শিকার। যদিও বর্তমানে এই ম্যানেজারকে বহিষ্কার করেছেন অভিনেত্রী।
রিপোর্ট অনুসারে, গোটা বিষয়টা জানার পরই সেই ম্যানেজারকে বরখাস্ত করেন রশ্মিকা। ক্যারিয়ারের শুরু থেকেই এই ম্যানেজার সঙ্গে ছিলেন অভিনেত্রীর।
'রশ্মিকাকে তার ম্যানেজার ৮০ লাখের প্রতারণা করেছে। অভিনেত্রী এটা নিয়ে কোনও হইচই করতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করে বিষয়টার সঙ্গে মোকাবিলা করেছেন', জানান রশ্মিকার খুব কাছের এক সূত্র।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/06/19/hd-wallpaper-beautiful-rashmika-mandanna-is-wearing-yellow-white-half-saree-and-golden-jewels-girls.jpg)
রশ্মিকা বর্তমানে 'পুষ্পা: দ্য রুল' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্টের শ্যুট করছেন। আল্লু অর্জুন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। রশ্মিকা অভিনীত চরিত্রটির নাম ছিল শ্রীবল্লী। ২০২১ সালের তুমুল হিট সিনেমা ছিল 'পুষ্পা'। মূলত তেলেগুতে শ্যুট করা হলেও ছবিটি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় করে। দ্বিতীয় পার্টও বেশ ভালো ব্যবসা করবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা।
তার আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 'অ্যানিমাল', যেটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওল। ১১ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা। ছবিটি বক্স অফিসে মুখোমুখি হবে 'গদর ২', 'জেইলার' আর 'ওএমজি ২'-এর।