অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই
নন্দিত অভিনেত্রী মিতা চৌধুরী বৃহস্পতিবার (২৯ জুন) রাতে মারা গেছেন। তার মেয়ে নবীন চৌধুরী এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন এ খবর।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং তার কেমোথেরাপি চলছিল।
মিতা চৌধুরীর মৃত্যুতে প্রখ্যাত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে শোক প্রকাশ করে লিখেছেন, 'প্রিয় মিতা, আমার সুন্দরী, প্রেমময়ী, প্রতিভাবান বন্ধু... বিদায় জানানো যে কঠিন…।'
১৯৬৮ সালে অভিনয় জীবনে পা দেওয়া মিতা চৌধুরী ৭০ ও ৮০ এর দশকে থিয়েটার এবং টিভি নাটকে অভিনয়ের জন্য স্বীকৃতি পান।
দীর্ঘ বিরতির পর, ২০০৬ সালে তিনি আবারও অভিনয়ে ফিরে আসেন; 'মেড ইন বাংলাদেশ' চলচ্চিত্রে অভিনয় করেন।
তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল 'শান্ত কুটির'।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মিতা বলেছিলেন, "এই নাটকটির মাধ্যমে আমি মূলত নতুন ধারার কাজের সঙ্গে পরিচিত হই।"