বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
দেশের ছোট ও বড় পর্দার বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আজ শুক্রবার (৮ জুলাই) রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারের সাথে লড়ছিলেন তিনি।
তার মৃত্যর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট বোন ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিকা জলি। এছাড়া, অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে জন্ম গুণী এই শিল্পীর।
মাত্র চার বছর বয়সে মঞ্চে অভিনয় শুরু করেন শর্মিলী আহমেদ। ১৯৬২ সালে রেডিওতে তার ক্যারিয়ার শুরু করেন।
এর দু বছর পর ১৯৬৪ সালে সিনেমায় অভিনয় শুরু করেন তিনি।
শর্মিলী আহমেদ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে প্রথম নাটক 'দম্পতি'-তে অভিনয় করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—'মালঞ্চ', 'আগুন', 'আবির্ভাব', 'পৌষ ফাগুনের পালা', 'মেহেরজান', 'আবার হাওয়া বদল', 'বৃষ্টির পরে', 'আমাদের আনন্দ বাড়ি', 'আঁচল', 'আগন্তুক', 'ছেলেটি' ও 'উপসংহার'।