রবীন্দ্রনাথ হয়ে পর্দায় আসছেন অনুপম খের
কবিগুরুর বেশে অনুপম খের। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এভাবেই হাজির হলেন অনুপম খের। তাকে এই বেশে দেখে অবাক নেটপাড়া। সকলেরই বিস্মিত প্রশ্ন: ব্যপারটা কী? সেটা অবশ্য নিজেই খোলসা করেছেন অনুপম।
অনুপম খের জানিয়েছেন, আগামী কোনো ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে দেখা যাবে তাকে। লিখেছেন, 'আমার ৫৩৮তম প্রকল্পে #গুরুদেব #রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব।'
অনুপমের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন অনুরাগী লিখেছেন, 'আমি আপনাকে চিনতেই পারিনি স্যার...অসাধারণ।' আরও একজন এই প্রকল্পের জন্য অনুপমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভেচ্ছা রইল, আমি এই ছবি দেখার অপেক্ষায় রইলাম'।
এমনই নানান মন্তব্য উঠে এসেছে। অনুপম খেরকে সাদা চুল ও দাড়িতে দেখা গিয়েছে। কালো রঙের জোব্বা টাইপের পোশাকে দেখা গিয়েছে তাকে, ঠিক যেমনটা কবিগুরু পরতেন। এই পোশাকে সত্যিই তাকে চেনা দায়।
এদিকে গত মার্চে কলকাতা সফরে এসে কবিগুরুর শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম খের। সেখানে বিশ্বভারতী ক্যাম্পাসসহ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাত ধরে তৈরি আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মুগ্ধ হয়েছিলেন অনুপম খের।
শান্তিনিকেতন ঘুরে দেখার ছবি ও নানান মুহূর্তের ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুপম। সেই পোস্টেই ছাত্রছাত্রীদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতে দেখা গিয়েছিল অভিনেতাকে।
কাজের ক্ষেত্রে এই মুহূর্ত অনুপম খের অবশ্য একাধিক ছবির কাজে ব্যস্ত। খুব শীঘ্রই অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতে দেখা যাবে অনুপম খেরকে। আপাতত সেই ছবিরই শ্যুটিংয়ে ব্যস্ত অনুপম। ছবিতে অনুপম ছাড়াও রয়েছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কনা সেন, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। ২০২৪-এর ২৯ মার্চ মুক্তি পাবে ছবিটি। এছাড়াও কঙ্গনা রানাওয়াতের 'ইর্মাজেন্সি'তে দেখা যাবে অনুপম খেরকে।