নাসার লুনার মিশনে বাজবে আরএমের ‘মুনচাইল্ড’সহ বিটিএসের তিনটি গান
একের পর এক– ইতিহাস সৃষ্টি করেছে যেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস। এবার নাসা তাদের 'দ্য মুন টিউনস প্লেলিস্ট'-এর জন্য বিটিএস র্যাপার আরএম-এর একক ট্র্যাক 'মুনচাইল্ড' সহ এই ব্র্যান্ডের তিনটি গানকে বেছে নিয়েছে। মূলত নাসা'র আসন্ন চন্দ্রাভিযানে বাজানোর জন্যই বেছে নেওয়া হয়েছে গানগুলো।
আসল নাম কিম নাম জুন হলেও – সঙ্গীত দুনিয়ায় র্যাপ মনস্টার বা সংক্ষেপে আরএম নামে খ্যাতিলাভ করেছেন বিটিএস ব্যান্ডের ২৯ বছর বয়সী এই র্যাপার। বর্তমানে তিনি দ. কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সার্ভিসে যুক্ত থাকার কারণে সঙ্গীত থেকে বিরতিতে আছেন। তবে নিঃসন্দেহে তাঁর অর্জনের তালিকায় এটি আরেকটি মুকুট যোগ করেছে।
'মুনচাইল্ড' ছাড়াও নির্বাচিত অন্য দুটি বিটিএসের গান হল 'মাইক্রোকসমস' এবং '১৩৪৩৪০'। দুটিই স্পেস থিমের গান।
তবে একমাত্র সলো কে-পপ আর্টিস্ট (একক শিল্পী) হিসেবে আরএমের গান নাসা'র দ্য মুন টিউনস প্লেলিস্টে স্থান পেয়েছে। এটিকে সাংস্কৃতিক আগ্রাসনের প্রথাগত বিশ্বাসকে এক পাশে রেখে একটি সাংস্কৃতিক নিয়ম ভঙ্গের মাইলফলক হিসেবে দেখা যায়।
নাসা বর্তমানে অ্যাপোলো-১১ এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তাদের পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের আসন্ন চন্দ্রাভিযানে বাজানোর জন্যই মূলত এই মুন টিউনস প্লেলিস্টটি তৈরি করেছে।
নাসা'র প্লেলিস্টে আরএম এবং বিটিএসের গান নির্বাচিত হওয়ার এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএস সদস্যদের অভিনন্দন জানিয়ে নানান পোস্ট দিতে থাকেন।
আরএম-কে নিয়ে একজন ভক্ত তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন এভাবে, "অপ্রচারিত মিক্সটেপের একটি গান এই সাফল্য অর্জন করেছে! আমি আসলেই তাঁকে নিয়ে খুবই গর্বিত।"
অন্য একজন ভক্ত বলেন, "মাইক্রোকসমস এটার যোগ্য! (সকল গানই যোগ্য, তবে মাইক্রোকসমস গানটি আমার হৃদয়ের অনেক কাছের) আমি আর অপেক্ষা করতে পারছি না।"