২০২৩ সালের আইএমডিবি তালিকা: ভারতীয় চলচ্চিত্রে শীর্ষে ‘পাঠান’, ওয়েব সিরিজে ‘ফারজি’
২০২৩ সালের জনপ্রিয় ভারতীয় সিনেমা ও ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে দ্য ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি)। এতে দাপট দেখা গেছে বলিউড অভিনেতাদের। সেরা ১০ চলচ্চিত্রের তালিকার শীর্ষ অবস্থানে আছে শাহরুখ খানের 'পাঠান'। আর ওয়েব সিরিজে সেরার তকমা পেয়েছে শাহিদ কাপুর ও বিজয় সেতুপাতি অভিনিত 'ফারজি'।
খুব সহজ একটি সূচক বিবেচনায় এই তালিকা প্রস্তুত করেছে আইএমডিবি। তা হলো- পেইজ ভিউ।
এক্ষেত্রে চলচ্চিত্রের বক্স অফিস কালেকশন, ওয়েব সিরিজে আয় কিংবা এগুলোর গুণমান বিবেচনা করা হয়নি।
চলতি বছরে আইএমডিবির শীর্ষ ১০ ভারতীয় চলচ্চিত্র (জুলাই পর্যন্ত) হলো:
১. পাঠান
২. কিসি কা ভাই কিসি কা জান
৩. দ্য কেরালা স্টোরি
৪. তু ঝুটি ম্যা মাক্কার
৫. মিশন মাজনু
৬. চোর নিকালকে ভাগা
৭. ব্লাডি ড্যাডি
৮. সিরফ এক বান্দা কাফি হ্যায়
৯. ভারিসু
১০. পোন্নিয়িন সিলভান: পার্ট ২
তালিকায় শীর্ষ অবস্থান দখলের প্রতিক্রিয়ায় পাঠান অভিনেতা শাহরুখ বলেন, "আইএমডিবির তালিকায় পাঠান প্রথম স্থানে থাকায় আমি অনেক বেশি উল্লসিত। পাঠান যেরকম ভালোবাসা পেয়েছে তা অসাধারণ।"
"যখন কোন একটি কাজ প্রথম স্থানে আসে তখন এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাতে আমাদের কর্তব্য হলো পরের কাজে দ্বিগুণ পরিশ্রম করা। এই বিষয়ের জন্য (তালিকায় শীর্ষস্থান) আমি পাঠানের পুরো টিম ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা এর দর্শকদের ধন্যবাদ জানাতে চাই," বলেন তিনি।
পাঠান চলচ্চিত্রের মাধ্যমে প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফেরেন বলিউডের কিং অব রোমান্স। আর এটিই এখন তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা সিনেমা।
আইএমডিবির শীর্ষ ১০ ভারতীয় ওয়েব সিরিজ (জুলাই পর্যন্ত):
১. ফারজি
২. দ্য নাইট ম্যানেজার
৩. রানা নাইডু
৪. জুবিলি
৫. আসুর: ওয়েলকাম টু ইয়র ডার্ক সাইড
৬. দাহাদ
৭. সাস বাহু অওর ফ্লেমিঙ্গো
৮. তাজা খাবার
৯. তাজ: ডিভাইডেড বাই ব্লাড
১০. রকেট বয়েজ
শীর্ষ অবস্থানে আসার বিষয়ে শাহিদ কাপুর তার বিবৃতিতে বলেন, "ফারজির প্রতি সবার ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ। এই মাইলফলক ফারজি টিমের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি।"
"এমন গল্প লেখার জন্য আমি রাজ ও ডিকের প্রতি কৃতজ্ঞতা জানাই একই সাথে পুরো বিশ্বে সম্প্রচারের জন্য আমি প্রাইম ভিডিওকে ধন্যবাদ জানাই। এই অর্জন আমাকে সারা বিশ্বের দর্শকদের সামনে এমন আরো দারুণ গল্প তুলে ধরতে অনুপ্রাণিত করবে।"
সেরা ওয়েব সিরিজ তালিকার আটটিই অপরাধ সংক্রান্ত গল্প নিয়ে তৈরি।
ওটিটি প্লাটফর্ম প্রাইম ভিডিও ও ডিজনি প্লাস হটস্টারে তিনটি করে এবং নেটফ্লিক্স, জিওসিনেমা, জি৫ ও সনি লাইভের একটি করে ওয়েব সিরিজ এই তালিকায় জায়গা পেয়েছে।