আমিরকে ল্যাপটপ কিনে দিয়েছিলেন শাহরুখ! পাঁচ বছরেও সেটা চালুই করেননি আমির!
বলিউড বাদশাহ শাহরুখ খান ১৯৯৬ সালে খ্যাতিমান অভিনেতা আমির খানকে একটি ল্যাপটপ কিনে দিয়েছিলেন। কিন্তু প্রযুক্তি ব্যবহারে অনীহা থাকায় দীর্ঘ পাঁচ বছর ল্যাপটপটি চালু করেই দেখেননি মিস্টার পারফেকশনিস্ট। দীর্ঘদিন পর আমির যখন ল্যাপটপটি চালু করতে গেলেন, তখন দেখলেন যন্ত্রটি আর কাজ করছে না।
সম্প্রতি 'ন্যাসকম অ্যানুয়াল টেকনেলজি এন্ড লিডারশিপ সামিট' এ আমিরের দেওয়া একটি বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পরেছে। সেখানেই ল্যাপটপ নিয়ে মজার এই অভিজ্ঞতার কথা জানান 'থ্রি ইডিয়টস' খ্যাত এ অভিনেতা।
ইভেন্টে আমির খান বলেন, "প্রযুক্তি থেকে আমি অনেকটা দূরেই থাকি। আপনাদের একটা মজার ঘটনা বলি। ১৯৯৬ সালে শাহরুখ ও আমি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শো করছিলাম। শাহরুখের আগে থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল। এমনকি তখন সে সবকিছু সম্পর্কে খোঁজ রাখতেন।"
ল্যাপটপ কেনার প্রসঙ্গে আমির খান বলেন, "তখন তোশিবা ব্র্যান্ডের নতুন ধরণের কম্পিউটার বাজারে এসেছিল। শাহরুখ তখন সেটি কেনার সিদ্ধান্ত নেন। একইসাথে ও আমাকেও এই কম্পিউটার কেনার জন্য রাজি করান। যদিও আমি কোনদিন কম্পিউটার চালাইনি, তবুও শাহরুখের অনুরোধে আমি রাজি হই। আমি শাহরুখকে বলি, তুমি যা কিনছ, আমার জন্যও একটা কিনে নাও।"
ল্যাপটপটি কেনার পরের ঘটনার স্মৃতিচারণ করতে যেয়ে আমির খান জানান, পাঁচ বছর পর তার ম্যানেজার অব্যবহৃত ল্যাপটপটি চালানোর অনুমতি চান। আমির খুশিমনে অনুমতি দিলে ম্যানেজার ল্যাপটপটি চালু করতে যেয়ে দেখেন, এটি আর চালুই হচ্ছে না!
বলিউডের দুই সুপারস্টার আমির ও শাহরুখকে বড় পর্দায় আজও পর্যন্ত একসাথে সিনেমা করতে দেখা যায়নি। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত 'পেহলা নাশা' সিনেমায় এ দুই তারকাকে শুধু ক্যামিও রোলে একসাথে দেখা গিয়েছিল।
২০২২ সালে মুক্তি পায় আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'লাল সিং চাড্ডা'। কিন্তু সিনেমাটি বক্স অফিসে খুব একটা ভালো করতে পারেনি। তাই বর্তমানে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।
অন্যদিকে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের 'পাঠান' সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। এছাড়াও সম্প্রতি প্রকাশিত হয়েছে 'কিং খান' অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা 'জাওয়ান' সিনেমার প্রিভিউ। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।