কমে গেছে দৃষ্টিশক্তি, মুভির স্ক্রিপ্ট পড়তে পারছেন না প্রবীণ অভিনেত্রী জুডি ডেঞ্চ
সিনেমা সেটে আর চোখে দেখতে পাচ্ছেন না ব্রিটিশ চলচ্চিত্র, মঞ্চ ও টিভি অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চ। গত রবিবার ডেইলি মিররে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ৮৮ বছর বয়সী অস্কারজয়ী এ অভিনেত্রী।
জুডি ডেঞ্চ জানান, বয়সের সাথে সাথে তার চোখের দৃষ্টিশক্তি আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। তাই সিনেমার স্ক্রিপ্ট পড়তে কিংবা স্ক্রিপ্টের লাইন আত্মস্থ করতেও তার বেশ বেগ পেতে হচ্ছে।
এ বিষয়ে সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ বলেন, "আমি এখন কোনোকিছু পড়তে পারছি না। খুব বেশি দেখতেও পারছি না। কিন্তু এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমার জন্য বেশ কঠিন।"
জুডি ডেঞ্চ আরও বলেন, "আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাইনি। আমার বহু বন্ধু রয়েছে যারা আমাকে স্ক্রিপ্ট শিখিয়ে দেন। একইসাথে আমার ফটোগ্রাফিক মেমোরিও (তীব্র স্মরণশক্তি) রয়েছে।"
১৯৯৮ সালে 'শেক্সপিয়ার ইন লাভ' সিনেমায় প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য অস্কার লাভ করেন জুডি ডেঞ্চ।
২০১২ সালে জুডি ডেঞ্চ জানান, বার্ধক্যজনিত কারণে চোখের 'ম্যাকুলার ডিজেনারেশন' এ ভুগছেন তিনি। যার ফলে তাকে চোখের চিকিৎসাও করাতে হয়েছিল।
এতসব প্রতিবন্ধকতার মাঝেও তখন জুডি ডেঞ্চ জানান, তিনি যথাসম্ভব অভিনয় করার চেষ্টা করবেন। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে 'দ্য গ্রাহাম নর্টন শো' তে এই অভিনেত্রী জানান, স্ক্রিপ্টের লাইন আত্মস্থ করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল।
ঐ সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ বলেন, "সাধারণত আমাকে কেউ স্ক্রিপ্টের লাইনগুলো শিখিয়ে দিচ্ছিলেন এবং কিছুদিন আগ পর্যন্ত এভাবেই চলে আসছিল। কিন্তু ইদানীং আমি বুঝতে পারি, আমার ফটোগ্রাফিক মেমোরি রয়েছে।"
জুডি ডেঞ্চ জানান, তার স্মরণশক্তি এতটাই ভালো যে, তিনি উইলিয়াম শেক্সপিয়ারের 'টুয়েলফথ নাইট' নাটকের পুরো সংলাপ না দেখেই বলতে পারবেন।
অভিনেত্রী হিসেবে অস্কার ছাড়াও জুডি ডেঞ্চ দুইটি গোল্ডেন গ্লোব এবং বেশ কয়েকবার 'দ্য ব্রিটিশ একাডেমী ফিল্ম অ্যাওয়ার্ড' এ ভূষিত হয়েছেন। এই অভিনেত্রী জানান, তিনি প্রতিটি দিনই পুরোদমে উপভোগ করতে চান।
জুডি ডেঞ্চ বলেন, "একঘেয়ামি নিয়ে আমার একটা অযৌক্তিক ভয় আছে। এজন্য আমার শরীরে একটা ট্যাটু আছে যেখানে লেখা 'সিইজ দ্য ডে' (কোনোকিছু পরে করার জন্য অপেক্ষা না করা, সুযোগ পেলেই তা করে ফেলা)। ঠিক এভাবেই আমাদের বাঁচা উচিত।"
২০১৬ সালে ৮১ বছর বয়সে এই ট্যাটু করান জুডি ডেঞ্চ। জন্মদিনে তার মেয়ে ফিনটে অভিনেত্রীকে এটি উপহার দিয়েছিলেন।
২০২০ সালে মে মাসে ৮৫ বছর বয়সে 'সবচেয়ে বয়স্ক ব্যক্তি' হিসেবে জুডি ডেঞ্চ ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে জুডি ডেঞ্চ বলেন, "নিজের ইচ্ছা অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ বেশিরভাগ মানুষেরই হয় না। মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ হয়তো এ সুযোগ পায়। আমি সেই ২ শতাংশ মানুষের মধ্যে একজন হওয়ায় নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি।"