ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ সিনেমা ও হলিউডের প্রশংসায় আমির খান
গত ২১ জুলাই 'ওপেনহাইমার' সিনেমা মুক্তি পর থেকেই বিশ্বজুড়ে চলছে বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের বন্দনা। এরই মাঝে অভিনেতা আমির খানের একটি পুরনো ক্লিপ সামনে এসেছে। যেখানে বলিউডের এ তারকা নোলানের আরেক সিনেমা 'ইনসেপশন' এর ভূয়সী প্রশংসা করেছেন।
ক্লিপে দেখা যায়, এক সাক্ষাৎকারে আমির প্রথমত অন্যসব ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে হলিউড যে অনন্য, সেটি তুলে ধরেছেন।
আমির খান বলেন, "গল্পের ক্ষেত্রে হলিউড বিশ্বের অন্য যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে। কেননা হলিউডে প্রায়শই ভিন্নধর্মী ও অকল্পনীয় গল্প তুলে আনা হয়। এমনকি যা মানুষ বিশ্বাস করে এবং নিজেদের সাথে মিলিয়েও নেয়। এটা বেশ প্রশংসনীয়।"
আমির খান মনে করেন, বলিউড এখনো হলিউডের চেয়ে বেশ পিছিয়ে। কেননা বলিউডের লোকেরা সিনেমা নির্মাণের ক্ষেত্রে হলিউডের মতো ভাবতে পারে না।
আমির খান জানান, তিনি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ক্রিস্টোফার নোলানের 'ইনসেপশন' সিনেমাটি দেখেছেন। এটি দেখে তার উপলব্ধি, হলিউডের সমপর্যায়ে যেতে বলিউডের আরও বেশ দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
আমির খান বলেন, "বলিউডে দর্শকের কথা বিবেচনা করে সিনেমা তৈরি করা হয়। এটাকেই প্রাথমিক দায়িত্ব বলে ধরে নেওয়া হয়। আবেগের কথা বিবেচনা করে দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়।"
যদিও বলিউডের অন্য অভিনেতাদের থেকে আমির খান একটু ব্যতিক্রম। তাকে সিনেমা পাড়ায় 'মিস্টার পারফেকশনিস্ট' নামে ডাকা হয়। কেননা নিজের সিনেমা ও চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি বেশ সময় নিয়ে পরিশ্রম করে কাজ করেন।
গত বছর আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'লাল সিং চাড্ডা' মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে সিনেমাটি খুব একটা ভালো করতে পারেনি। তাই বর্তমানে সাময়িকভাবে অভিনয় থেকে বিরতিতে রয়েছেন 'থ্রি ইডিয়টস' কিংবা 'লাগান' এর মতো বহু সিনেমায় দুর্দান্ত অভিনয় করা এ অভিনেতা।
এদিকে 'ওপেনহাইমার' সিনেমার এক যৌন দৃশ্যে মুখ্য চরিত্রকে গীতা থেকে শ্লোক উচ্চারণ করতে দেখা যায়৷ এটিকে কেন্দ্র করে ভারতজুড়ে সিনেমাটি নিয়ে তীব্র বিরোধিতার সৃষ্টি হয়েছে। যদিও অন্যান্য দেশের মতো ভারতের বক্স অফিসেও সুবিধাজনক অবস্থানে রয়েছে সিনেমাটি।