‘ডন থ্রি’-তে থাকছেন না শাহরুখ! নতুন ‘ডন’ রণবীর সিং
'ডন' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল 'ডন থ্রি' তে আর থাকছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। আসন্ন সিনেমাটিতে কিং খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে যেয়ে এটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারহান আখতার।
গতকাল প্রথমে একটি ছোট ভিডিও বার্তায় পরবর্তী সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন ফারহান। তবে সিনেমায় শাহরুখ থাকছেন কি-না সে সম্পর্কে প্রথমে কিছুই বলেননি তিনি।
পরবর্তীতে চার ঘণ্টা পর আরেকটি আপডেটের মাধ্যমে জানানো হয়, আগের মতো খলনায়ক চরিত্রে শাহরুখকে ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিকুয়েলে আর দেখা যাবে না।
বিবৃতিতে ফারহান আখতার বলেন, "১৯৭৮ সালে 'ডন' চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সারাদেশে সাড়া ফেলেছিলেন। ২০০৬ সালে এই চরিত্রে নতুনভাবে প্রাণ সঞ্চার করেন শাহরুখ খান। লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো 'ডন' বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো। সিনেমাটি আমার হৃদয়ের অত্যন্ত কাছের।"
শাহরুখের জায়গায় বলিউডের নতুন 'ডন' হতে যাওয়া রণবীর কাপুরের মেধা ও বহুমুখী প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন ফারহান। অন্যদিকে রণবীর নিজেও সিনেমাটিতে নিজের অন্তর্ভুক্ত হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন।
বিবৃতিতে ফারহান আখতার বলেন, "এবার সেই 'ডন'-এর উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে। আশা রাখি অমিতাভ বচ্চন ও শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫ সালে 'ডন'-এর নতুন যুগের সূচনা হচ্ছে। দেখতে থাকুন।"
ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি 'ডন' ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছিলেন। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথম বার 'ডন' সিনেমাটি নির্মাণ করেন ফারহান আখতার।
অমিতাভ বচ্চন অভিনীত 'ডন'-এর কাহিনির আদলে তৈরি হলেও এই সিনেমাটি তার নিজস্ব অস্তিত্ব তৈরি করে নিয়েছিল। ফারহানের নির্মিত এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি।
গত এক দশকে পরিচালনার কাজ থেকে দূরেই থেকেছেন জাভেদ আখতার পুত্র। 'ডন ২' ছিল ফারহান পরিচালিত শেষ সিনেমা। আপাতত 'জি লে জারা' নিয়ে ব্যস্ত পরিচালক ফারহান। তিন নারীর রোড ট্রিপের গল্প উঠে আসবে এই সিনেমাতে। লিড রোলে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।