মারা গেছেন তুমুল জনপ্রিয় ‘একা একা খেতে চাও’ বিজ্ঞাপনের মডেল সাদ হোসেন
বিটিভিতে প্রচারিত 'একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও' বিজ্ঞাপনের সংলাপের জন্য জনপ্রিয় মডেল সাদ হোসেন গতকাল (১৯ আগস্ট) কিডনিজনিত অসুস্থতায় মারা গেছেন।
সাদের শ্যালক আরিফ আক্তার সাকিব ফেসবুকে লেখেন, 'আমার বোনজামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।'
গণমাধ্যমের খবর অনুযায়ী, সাদ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন।
নব্বইয়ের দশকে নির্মিত একটি চিপসের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সাদ। সাদের মুখে বলা 'একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও' সংলাপে বিজ্ঞাপনটি ওই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।