সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'জওয়ান'
সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত, বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'জওয়ান'। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী থিয়েটারে মুক্তি পাবে।
অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট-এর অনন্য মামুন তার ফেসবুক অ্যাকাউন্টে 'জওয়ান' বাংলাদেশে মুক্তির খবর জানান। পোস্টে তিনি লেখেন, "শাহরুখ খানের ভক্তদের জন্য সুসংবাদ, সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'জওয়ান'। তথ্য মন্ত্রণালয় আজ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। রঙধনু গ্রুপকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।"
চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র 'পাঠান', যা হিন্দি সিনেমার সব রেকর্ড চুরমার করে দিয়েছিল। ছবিটি ব্যাপক ব্যবসাসফল হয়েছিল, তবে এটি বাংলাদেশে মুক্তি পেতে কিছুটা দেরিই হয়ে গিয়েছিল।
কিন্তু 'জওয়ান'- এর বেলায় সেই ভুল করছে না অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। তাই শাহরুখভক্তদের আনন্দ এবার দ্বিগুণ হওয়ারই কথা!
'জওয়ান' এবছরে শাহরুখের মুক্তি পাওয়া দ্বিতীয় চলচ্চিত্র। এ ছবিতে আরও রয়েছেন বিজয় সেতুপাঠি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামণি। 'পাঠান'-এ শাহরুখের বিপরীতে থাকা দীপিকা পাডুকোনকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে 'জওয়ান'-এ।