হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিং! প্রথম দিনেই ‘জাওয়ান’এর আয় ৭৫ কোটি রুপি
অ্যাটলির অ্যাকশন ড্রামা 'জাওয়ান' ভেঙে দিয়েছে সব রেকর্ড। শাহরুখ খানের এই সিনেমার দখলেই রয়েছে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিং-এর খেতাব।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) হলে আসে 'জাওয়ান'। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য ভারতের হলগুলোতে ভোর ৪-৫টা থেকে ছিল ভক্তদের জনস্রোত।
Sacnilk.com এর প্রাথমিক রিপোর্ট বলছে, 'জওয়ান' প্রথম দিনে ভারতে সমস্ত ভাষার মিলিয়ে মোট ৭৫ কোটি নেট উপার্জন করেছে। ছবিটির হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতে ৫ কোটি।
এর আগে শাহরুখ খানের পাঠানই ছিল সর্বোচ্চ উপার্জিত হিন্দি ছবি। ভারতের বাজার থেকে সেই ছবির আয় ছিল ৫৪ কোটির কাছাকাছি।
তালিকায় এরপরেই রয়েছে সানি দেওলের 'গাদার ২'; যে ছবির আয় ছিল প্রথম দিনে প্রায় ৪০ কোটি।
'জওয়ান' দিয়ে ইতোমধ্যেই বলিউডের কিং খান মন জয় করে নিয়েছেন ভক্তদের। হল ফেরত দর্শকরা বলছেন এটা মোটেই গল্পবিহীন মারপিটের ছবি নয়। বরং এই সিনেমার রয়েছে বিশেষ রাজনৈতিক বার্তা। 'জওয়ান' সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প।
সিনেমাতে সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের উপস্থাপনায় 'জওয়ান' প্রযোজনায় ছিলেন গৌরী খান; গৌরব ভার্মা সিনেমাটির সহ-প্রযোজনা করেছেন।
সিনেমায় অস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে।
এমনকি সিনেমায় দীপিকা পাড়ুকোনও আছেন ক্যামিও হিসেবে। এছাড়াও রয়েছেন প্রিয়ামনি, সান্যা মালহোত্রা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।
সংশ্লিষ্টদের প্রাথমিক অনুমান, শুক্রবারে আয় কিছুটা কমলেও শনি আর রবিতে লাফিয়ে লাফিয়ে বাড়বে শাহরুখের সিনেমার টিকিট বিক্রি।
এবার বাংলাদেশেও একই সময়ে মুক্তি পেয়েছে এ হিন্দি সিনেমা। ফলে এখানেও সিনেমাটি ভালো আয় করবে বলে ধারণা করা হচ্ছে।
সবমিলিয়ে 'পাঠান'-এর হাজার কোটিকে টক্কর দিয়ে যেতে খুব একটা সময় লাগবে না 'জওয়ান' শাহরুখের।