এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড: সেরা পুরস্কার জিতে নিলেন টেইলর সুইফট আর শাকিরা
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩-এর জমকালো অনুষ্ঠান। এবছর ৯টি 'মুন ম্যান' ট্রফি জিতে নিজের আধিপত্য বজায় রেখেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। অন্যদিকে, বিশ্ব সঙ্গীতে অবদানের জন্য 'ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড'-এ সম্মানিত করা হয় কলম্বিয়ান গায়িকা শাকিরাকে। খবর বিবিসির।
ক্যারিয়ারজুড়ে অসংখ্য হিট গান উপহার দেওয়া শাকিরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সন্ধ্যায়ও নিজের দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন।
শাকিরার হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে হাইতিয়ান র্যাপার ও সঙ্গীতশিল্পী ওয়াইক্লেফ জন বলেন, "বিশ্ব দরবারে লাতিন সঙ্গীতের আজ যে শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে তা শাকিরাকে ছাড়া সম্ভব হতো না।"
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-এর যে কয়টি শাখায় মনোনয়্ন পেয়েছিলেন টেইলর সুইফট, তার মধ্যে দুটি বাদে বাকি সবগুলো শাখায় পুরস্কার জিতেছেন 'ব্যাড ব্লাড' গায়িকা। 'অ্যান্টি-হিরো' গানের জন্য অনুষ্ঠানের সবচেয়ে বড় পুরস্কার 'বর্ষসেরা ভিডিও'র পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এর মাধ্যমে প্রথম কোনো শিল্পী হিসেবে টানা দুইবার এই পুরস্কার জিতলেন তিনি। একইসঙ্গে সর্বোচ্চ সংখ্যক 'বর্ষসেরা ভিডিও' পুরস্কার পাওয়ার রেকর্ডও তাঁরই দখলে। এর আগে 'ব্যাড ব্লাড', 'ইউ নিড টু কাম ডাউন' এবং 'অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম'-এর জন্য এই পুরস্কার জিতেছিলেন সুইফট।
এছাড়াও, অনুষ্ঠানে বর্ষসেরা গান, সেরা পপ গান, সেরা পরিচালনা, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা ভিজুয়াল ইফেক্ট-এর পুরস্কারও জিতেছেন টেইলর সুইফট। এই সবগুলোই তিনি জিতেছেন 'অ্যান্টি-হিরো' গানের জন্য।
একইসঙ্গে 'মিডনাইটস' স্টুডিও অ্যালবামের জন্য 'বর্ষসেরা অ্যালবাম'-এর পুরস্কার জিতেছেন সুইফট। এছাড়াও, 'বর্ষসেরা শিল্পী' এবং 'শো অব দ্য সামার' পুরস্কারও জিতেছেন ৩৩ বছর বয়সী এই শিল্পী।
নিউ জার্সির প্রুডেন্সিয়াল সেন্টারে তারকাঠাসা এই অনুষ্ঠানে টেইলর সুইফট বলেন, "আমি পপ সঙ্গীত করতে ভালোবাসি, পপ সঙ্গীতের ভিডিও বানাতে ভালোবাসি, সেইসঙ্গে কান্ট্রি মিউজিক করতেও ভালোবাসি। আমি বিভিন্ন ঘরানার সঙ্গীত নিয়ে কাজ করতে ভালোবাসি, আর আমি এটা করতে পারছি তার একমাত্র কারণ হলেন আপনারা, আমার ভক্তরা; আপনারাই সেই সুযোগটা দিয়েছেন আমাকে।"
এদিন সেরা নতুন শিল্পীর পুরস্কার জিতেছেন র্যাপার আইস স্পাইস এবং প্রথম কোনো গার্ল ব্যান্ড হিসেবে 'গ্রুপ অব দ্য ইয়ার' পুরস্কার জিতে নিয়েছে কে-পপ গ্রুপ ব্ল্যাকপিংক।
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো কোনো দক্ষিণ কোরিয়ান ব্যান্ড এ পুরস্কার জিতে নিল।
তবে নিজের একক গান 'সেভেন'-এর জন্য 'সং অব দ্য সামার' পুরস্কার জিতে নিয়েছেন বিটিএসের তরুণ সদস্য জাংকুক। এই একটি শাখায় তার কাছে হেরে গিয়েছেন টেইলর সুইফট; অন্য যে পুরস্কারটি সুইফটের হাতছাড়া হয়েছে তা হলো 'সেরা ভিডিও সম্পাদনা' পুরস্কার- 'ভ্যাম্পায়ার' গানের জন্য এটি জিতেছেন মার্কিন গায়িকা অলিভিয়া রদ্রিগো।
এদিকে, নিজের প্রথম অ্যালবাম 'মাহিয়া' মুক্তির ৩৩ বছর পর 'ভ্যানগার্ড অ্যাওয়ার্ড' জিতলেন শাকিরা। মাত্র ১৩ বছর বয়সে তার এই অ্যালবাম মুক্তি পায়। এরপর থেকে হোয়েনেভার হোয়ারেভার, হিপস ডোন্ট লাই, বিউটিফুল লায়ার, ওয়াকা ওয়াকা এবং চলতি বছরের ভাইরাল হিট 'বিজেডআরপি মিউজিক সেশনস, ভলিউম ৫৩'-এর মতো অসংখ্য হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন শাকিরা।
পুরস্কার নেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে শাকিরা তার পরিবার ও ভক্তদের ধন্যবাদ জানান। স্প্যানিশ ভাষায় তিনি বলেন, "এই পুরস্কারটা সকল লাতিন আমেরিকানদের। এদেশের অভ্যন্তরে ও বাইরে বসবাসরত সকল লাতিন আমেরিকানদের আমি ধন্যবাদ জানাই, আমাকে অনুপ্রাণিত করার জন্য এবং এগিয়ে যাওয়ার শক্তি যোগানোর জন্য। আমি তোমাদের ভালোবাসি।"
আরেক কলম্বিয়ান তারকা ক্যারল জি'র সঙ্গে মিলে 'টিকিউজি' নামক গানের জন্য 'বেস্ট কোলাবরেশন' পুরস্কার জিতেন শাকিরা।
এছাড়াও, নাইজেরিয়ান তারকা রেমার সঙ্গে যৌথভাবে সেরা আফ্রোবিটস গানের পুরস্কার জিতেছেন সেলেনা গোমেজ। দুই শিল্পীর কণ্ঠে 'কাম ডাউন' গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে ইউএস চার্টে ১০ নম্বরে রয়েছে।