পর্দায় আসছে বিভূতিভূষণের ‘আদর্শ হিন্দু হোটেল’, অভিনয়ে মোশাররফ করিম
সালটা ১৯৪০, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস 'আদর্শ হিন্দু হোটেল'! যেখানে একদিন নিজের হোটেল খোলার স্বপ্ন দেখেছিলেন ছোট হোটেলের রাঁধুনি হাজারি ঠাকুর। ধীরে ধীরে হেঁটেছিলেন সেই স্বপ্নপূরণের পথে। পশ্চিমবঙ্গের সমগ্র রাণাঘাট চত্বরে ছড়িয়ে পড়েছিল হাজারি ঠাকুরের সেই হোটেল ও রান্নার সুনাম।
এবার সেই গল্পই পর্দায় বলবেন কলকাতার পরিচালক অরিন্দম শীল। আর সেখানে অভিনয় করবেন মোশাররফ করিম। তার সাথে জুটি বাঁধতে চলেছেন কলকাতার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।
তবে সিনেমা নয়, পরিচালক অরিন্দম শীলের এই আদর্শ হিন্দু হোটেলের গল্প উঠে আসবে ওটিটির পর্দায়।
মোশাররফ করিমের অভিনয় প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে অরিন্দম শীল বলেন, "আমাকে এই সিরিজটির পরিচালনার জন্য অনুরোধ করা হয়। মোশাররফ করিম এখানে অভিনয় করছেন। উনি এটাতে কাজ করতে ভীষণই আগ্রহী এবং উনি আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। আমারও ওনার সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে। সিরিজে হাজারি ঠাকুরের চরিত্রে ওনাকেই দেখা যাবে।"
অরিন্দম শীল আরও জানান, "গল্পে রাণাঘাটের স্টেশনের পিছনের সেই হোটেল তুলে ধরতে সেট বানানো হচ্ছে। কারণ, তখনকার সেই রাণাঘাট, আর এখনকার রাণাঘাট তো আর এক নেই। তাই প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর সবই তৈরি করা হবে। যেহেতু এটা একটা পিরিয়ড ড্রামা। এখানে কিছু ভিএফএক্সের কাজও রয়েছে। একটা দারুণ কাজ হতে চলেছে। এখানে 'পদ্মঝি'র চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করছেন। অনন্যা অসাধারণ অভিনেত্রী, তবে ওনাকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। অনন্যাও জানিয়েছেন উনি খুব খুশি এই চরিত্রটি পেয়ে। এছাড়াও শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, লোকনাথ দে, উষসী রায়, রেশমী সেন, সামিউল আলম, অমিত সাহা এরা রয়েছেন।"
পরিচালক জানান, এটি ৬টি এপিসোডের সিরিজ হবে, মোটামুটি সবই তৈরি। তবে অভিনেতাদের সময় দেখে ডিসেম্বর, জানুয়ারি নাগাদ শ্যুটিং শুরু হবে।
"এটার জন্য আমরা গ্রামেগঞ্জে শ্যুট করব। গল্পে একটা নদীর কথা আছে, সেসব মাথায় রেখেই শ্যুটিং হবে।"
অরিন্দম শীলের কথায়, "আমার এই গল্পের যে বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং লাগে, সেটা হল আজকের দিনে আন্ট্রাপ্রেনারশিপ, স্টার্ট আপ-এই শব্দগুলি আমরা ভীষণ শুনি। অথচ সেই সময় হাজারি ঠাকুর, যিনি পড়াশোনা জানতেন না, তিনিও নিজের হোটেল ব্যবসার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন পূরণের পথে হেঁটেছিলেন। সেই গল্পই উঠে আসবে এই সিরিজে।"