ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেলেন চার বাংলাদেশি
বলিউডের সবচেয়ে আলোচিত আয়োজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। কিন্তু এবার সেই আয়োজন ঢালিউডের জন্যও বিশেষ কিছু হয়ে দাঁড়িয়েছে। কারণ এ বছর ফিল্ম ফেয়ার বাংলার অ্যাওয়ার্ডস-এর জন্য মনোনয়ন পেয়েছেন চার বাংলাদেশি। মনোনীতরা হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও প্লেব্যাক গায়ক মাহতিম সাকিব।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এর বাংলা সংস্করণে এবার 'জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১' শিরোনামে আয়োজিত হচ্ছে এটি। আগামী ১৭ মার্চ বিজয়ীদের এ সম্মাননায় ভূষিত করা হবে।
জয়া আহসানের জন্য ফিল্মফেয়ার নতুন কিছু নয়। তবে এবার 'বিনিসুতোয়' ছবিতে অভিনয়ের জন্য 'শ্রেষ্ঠ অভিনেত্রী (কেন্দ্রীয় চরিত্র)' ও 'সেরা অভিনেত্রী (সমালোচক)' শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি।
ব্রাত্য বসুর পরিচালনায় পশ্চিমবঙ্গের চলচ্চিত্র 'ডিকশনারি'তে অভিনয়ের জন্য 'সেরা অভিনেতা (সমালোচক)' শাখায় মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম।
'বিনিসুতোয়' ও 'ডিকশনারি', দুটি ছবিই 'সেরা চলচ্চিত্র (সমালোচক)' শাখায় মনোনীত হয়েছে।
এদিকে 'অল্প হলেও সত্যি' ছবিতে 'মায়ার কাঙাল' গানটি রচনার জন্য 'সেরা গীতিকার' শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি গীতিকার আসিফ ইকবাল। এই ছবির মাধ্যমেই তিনি প্রথম ভারতীয় ছবির জন্য গান লেখেন।
'প্রেম টেম' নামক চলচ্চিত্রে 'তাকে অল্প কাছে ডাকছি' গানে কন্ঠ দেওয়ার জন্য 'সেরা প্লেব্যাক গায়ক' হিসেবে মনোনয়ন পেয়েছেন সময়ের জনপ্রিয় গায়ক মাহতিম সাকিব।
জয়া আহসান এর আগে 'রবিবার' ও 'বিজয়া' চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেলেও, মোশাররফ করিম ও মাহতিম সাকিব এবারই প্রথম এই পুরস্কারের মনোনয়ন পেলেন।