৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান
৭০ বছর বয়সে বিয়ে করেছেন মার্কিন সাবেক পেশাদার রেসলার হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী সঙ্গী স্কাই ডেইলির সাথে জুটি বেঁধেছেন ডব্লিওডব্লিও'র এই তারকা।
গত শুক্রবার ফ্লোরিডায় অনেকটা চুপিসারে চার্চে বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে হাল্ক ও স্কাইয়ের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিল।
তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক। এটি কিংবদন্তি এই রেসলারের তৃতীয় বিয়ে।
টিএমজেড ট্যাবলয়েড কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মাথায় ব্যান্ডানা পরেছেন। আর সঙ্গী ডেইলি সাদা রঙের চাকচিক্যময় গাউন পরেছেন।
স্কাই ডেইলি পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক। চলতি বছরের জুলাই মাসে তারা দুজনে এনগেজমেন্ট করেছিলেন।
হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ফ্লোরিডার একটি রেস্টুরেন্টে স্কাইকে বিয়ের প্রস্তাব দেন। ঐ আংটির দাম ছিল প্রায় ১ লাখ মার্কিন ডলার।
এ সম্পর্কে ডিলেট করা এক ইনস্টাগ্রাম স্টোরিতে হাল্ক তখন জানান, তিনি বন্ধুর এক বিয়ের অনুষ্ঠানে প্রেমিকা স্কাইকে প্রোপোজ করেন। জবাবে স্কাই প্রস্তাব সাড়া দিয়ে বলেন, তিনি 'হ্যাঁ' বলার জন্য উন্মুখ হয়ে ছিলেন।
প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সাথে হাল্ক হোগানের বিচ্ছেদ ঘটে। এরপরেই স্কাই ডেইলির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এই রেসলার। ২০২২ সালে ২৬ ফেব্রুয়ারি এই প্রেমিক যুগলকে প্রথমবারের মতো মার্কিন সংগীতশিল্পী ব্রেট মাইকেলের কন্সার্টে একসাথে দেখা যায়।
স্কাইয়ের সাথে প্রেমের সম্পর্কের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব ছিলেন হাল্ক। গত মার্চ মাসে টুইট করে এই রেসলার জানান, আমার সাথে যার বেশি ছবি প্রকাশ হচ্ছে তিনিই আমার নতুন সঙ্গী।
দ্বিতীয় স্ত্রী জেনিফারের সাথে হাল্ক হোগানের ১১ বছরের সংসার ছিল। ২০১০ সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা হোগান। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের দীর্ঘ ২৬ বছরের সংসার ছিল। এ দম্পতি মোট দুই সন্তানের জনক।
অন্যদিকে হাল্কের মতোই স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে।
হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া।
১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত করেন।