শাকিরা কি নতুন প্রেমে আগ্রহী হচ্ছেন?
২০২২ সালে স্প্যানিশ ফুটবলার পিকের সাথে বিচ্ছেদের পর কলম্বিয়ান পপ তারকা শাকিরার ব্যক্তিগত জীবন যেন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিখ্যাত এই সংগীত তারকা নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কি-না সেটি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
অন্যদিকে ক্যারিয়ারে একের পর এক সাফল্য অর্জন করে চলছেন শাকিরা। সাম্প্রতিক সময়ে একাধিক হিট গান উপহারের পাশাপাশি জিতে নিয়েছেন বেশ কয়েকটি পুরস্কার।
বর্তমানে বার্সেলোনা ছেড়ে মায়ামিতে নতুন জীবন শুরু করেছেন শাকিরা। সেখানে নিজের বর্তমান জীবন সম্পর্কে বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করে এসেছেন তিনি। সেক্ষেত্রে তার জীবনে নতুন কেউ এসেছে কি-না সেটা নিয়েই চলছে গুঞ্জন।
যদিও পিকের সাথে বিচ্ছেদের পরে শাকিরাকে ফর্মুলা ১ খেলোয়াড় লুইস হ্যামিলটনের সাথে দেখা গেছে। তবে এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব না-কি এরচেয়েও বেশি কিছু সেটি নিশ্চিত হওয়া যায়নি।
'লস৪০' নামের স্প্যানিশ মিউজিক রেডিও নেটওয়ার্কের এক অনুষ্ঠানে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াননি শাকিরা। বরং শত প্রতিকূলতার মাঝেও নিজেকে সামলে নিয়ে নতুন করে সাজিয়ে নিয়েছেন এই পপ তারকা।
একইসাথে অনুষ্ঠানটিতে বলা হয়, শাকিরা এখনই হয়তো নতুন করে প্রেমে জড়াবেন না। বরং আরও সময় নেবেন তিনি। এক্ষেত্রে কলম্বিয়ান এই শিল্পী প্রমাণ করেছেন যে, তিনি একজন 'নেকড়ে'।
বিচ্ছেদের ঘোষণার সময়ও অবশ্য শাকিরা অনেক বেশি গোপনীয়তার বজায় রেখেছিলেন। বিচ্ছেদের বিবৃতিতে শাকিরা বলেছিলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানেরাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোর জন্যই আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান দেখানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।"