‘ওয়াকা ওয়াকা’: ফুটবলের সর্বকালের সেরা যে গান
২০১০ সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) গেয়ে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়েছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। গানের সঙ্গে নাচের সমন্বয়ে অসংখ্য দর্শকের মন ছুঁয়েছিলেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের আসরের আকর্ষণীয় একটি দিক ফিফার তৈরি বিশেষ গান। শাকিরার কণ্ঠে 'ওয়াকা ওয়াকা', পিটবুল-জেনিফার লোপেজের 'উই আর ওয়ান' বা কে'নানের 'ওয়েভিং ফ্ল্যাগ' গানগুলো বিশ্বের নানা প্রান্তে এখনও মানুষের মনে জায়গা করে আছে।
বিশ্বকাপের এসব গানের মধ্যে 'ওয়াকা ওয়াকা' গানটিকে 'ফুটবলের সবচেয়ে চিত্তাকর্ষক গান' হিসেবে অভিহিত করা হয়েছে। বিশ্বকাপের সেরা ২৫টি গান নিয়ে করা গবেষণার পর এক প্রতিবেদনে এটি জানিয়েছে ইসরায়েলভিত্তিক ইভেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান সিটপিক।
কলম্বিয়ান পপস্টারের তিন ভাষায় গাওয়া এ গানটি নৃত্যযোগ্যতা, শক্তি, বাকশক্তি (উচ্চারিত শব্দের সংখ্যা) ইতিবাচকতা এসবের বিচারে ১০ স্কোরের মধ্যে ৮.৪ স্কোর পেয়েছে।
গানটির কথার প্রধান অংশ 'ওয়াকা ওয়াকা' পুরো গানে বেশ কয়েকবার উচ্চারিত হয়েছে। ক্যামেরুনিয়ান ভাষায় ওয়াকা ওয়াকা অর্থ 'এটি করুন'।
আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে অনুষ্ঠেয় ইউয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সিটপিক এ গবেষণাটি পরিচালনা করেছে। এটি স্পটিফাই এপিআই থেকে বিশ্বকাপের সেরা ২৫টি গানের বিভিন্ন তথ্য ও ইউটিউবে গানগুলোর ভিউয়ের পরিমাণও বিবেচনায় নিয়েছে।
২০১০ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গীতভিত্তিক ম্যাগাজিন বিলবোর্ড হট ল্যাটিন সংস, ল্যাটিন এয়ারপ্লে ও ল্যাটিন পপ এয়ারপ্লে চার্টে দুই নম্বরে ছিল 'ওয়াকা ওয়াকা' গানটি। একইসময়ে গানটি ল্যাটিন রিদম এয়ারপ্লে-তে ৮ নম্বর এবং বিলবোর্ড হট ১০০ চার্টে ৩৮ নম্বরে ছিল। এছাড়াও ল্যাটিন ডিজিটাল সং সেলস চার্টে ৪২ সপ্তাহ এক নম্বরে ছিল গানটি।
এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় গানটি প্রথমবারের মতো বিলবোর্ড গ্লোবাল এক্সক্লুডিং ইউ.এস. চার্টে ৪৬ নম্বরে এবং বিলবোর্ড গ্লোবাল ২০০-তে ৯৬ নম্বরে জায়গা করে নেয়। এসব কিছুর মধ্যে দিয়ে বিশ্বকাপের একমাত্র গান হিসেবে 'ওয়াকা ওয়াকা' এ ইতিহাস তৈরি করল।
অনুবাদ: রেদওয়ানুল হক