অক্ষয় কুমার থেকে ঋষি কাপুর: যারা দাউদ ইব্রাহিম থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছেন
ক্রিকেট মাঠ থেকে শুরু করে সিনেমাপাড়া; সব জায়গাতেই রয়েছে দাউদ ইব্রাহিমের পরোক্ষ উপস্থিতি। খেলায় ফিক্সিং বিতর্কেও বেশ কয়েকবার নাম এসেছে এসেছে আন্ডারওয়ার্ল্ডের প্রচণ্ড প্রভাবশালী এই ডনের।
ঠিক তেমনি সকলের ধোঁয়াছোঁয়ার বাইরে থাকা দাউদ ইব্রাহিমের কৌতূহলী জীবন বলিউডের বহু সিনেমায় তুলে ধরা হয়েছে। আর সেখানে বাস্তব জীবনের এই ডনের ভূমিকায় অভিনয় করেছে ভারতের বহু বিখ্যাত অভিনেতা।
ফারহান আখতার
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত 'ড্যাডি' সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন আর্জুন রামপাল। তার পাশাপাশি পার্শ্ব 'মাকসুদ' চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। যেটি বাস্তব জীবনের দাউদ ইব্রাহিমের থেকে অনুপ্রাণিত।
অজয় দেবগন
২০০২ সালে বলিউডে মুক্তি পেয়েছিল সিনেমা 'কোম্পানি'। এতে অজয় দেবগন 'মালিক' চরিত্রে অভিনয় করেছিলেন। এই মালিক চরিত্রটি দাউদ ইব্রাহিমের থেকে অনুপ্রাণিত।
অক্ষয় কুমার
২০১৩ সালে মুক্তি পায় বলিউড সিনেমা 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা'। সিনেমাটিতে 'শোয়াইব খান' চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। গ্যাংস্টারধর্মী এই চরিত্রটি রিয়েল লাইফ ডন দাউদ ইব্রাহিম থেকে অনুপ্রাণিত।
সোনু সুদ
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'শুটআউট অ্যাট ওয়াদালা' সিনেমাটি মুক্তি লাভ করে। সেখানে 'দিলাওয়ার ইমতিয়াজ' চরিত্রে অভিনয় করেন সোনু সুদ। অ্যাকশনধর্মী সিনেমাটির এই চরিত্রে মূলত দাউদ ইব্রাহিমকেই ফুটিয়ে তোলা হয়েছে।
সিদ্ধান্ত কাপুর
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত 'হাসিনা পার্কার' সিনেমাটিতে বাস্তব জীবনে দাউদ ইব্রাহিমের আপন বোনের গল্প উঠে এসেছে। সেখানে ডনের ভূমিকায় অভিনয় করেন সিদ্ধাস্ত কাপুর। যা মূলত বাস্তব জীবনের দাউদ ইব্রাহিমকেই প্রতিনিধিত্ব করে।
জাকির হুসাইন
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত 'কফি উইথ ডি' সিনেমাটি মুক্তি পায়। সেখানে 'ডি' চরিত্রে অভিনয় করেন জাকির হুসাইন। সিনেমাটিতে এই 'ডি' চরিত্র বাস্তব জীবনের দাউদ ইব্রাহিম থেকে অনুপ্রাণিত।
বিজয় মৌর্য
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ব্ল্যাক ফ্রাইডে' সিনেমাটি মুক্তি পায়। এতে ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার কাহিনী তুলে ধরে আনা হয়েছে। সেখানে দাউদ ইব্রাহিমের অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেন বিজয় মৌর্য।
ঋষি কাপুর
২০১৩ সালে মুক্তি পায় 'ডি-ডে' সিনেমাটি। এতে মূলত ভারতের 'ইকবাল সেথ' নামের এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেন ঋষি কাপুর। এই চরিত্রটি দাউদ ইব্রাহিম থেকে অনুপ্রাণিত।
রণদীপ হুদা
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত 'ডি' সিনেমায় দেশু চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা। এটি মূলত বাস্তবের ডন দাউদ ইব্রাহিমের অনুপ্রেরণায় নির্মিত চরিত্র। সিনেমাটিতে এছাড়াও অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, সুশ্মিতা সেন, জাকির হুসাইনের মতো তারকারা।
১৯৫৫ সালে জন্ম নেওয়া দাউদ মুম্বাইয়ের (তৎকালীন বোম্বে) ডংরি বস্তি এলাকায় বেড়ে ওঠেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের পর তিনি ভারত ছাড়েন।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জন নিহত ও ৭০০-এর বেশি মানুষ আহত হন। অভিযোগ রয়েছে, পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিম এ হামলার পরিকল্পনা করেছিলেন।