পার্কের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ; আদালতে তলব ‘জেমস বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনানকে
ইউএস ন্যাশনাল পার্ক সার্ভিস রেঞ্জাররা সাবেক জেমস বন্ড অভিনেতা পিয়ার্স ব্রসনানকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অনুপ্রবেশের অভিযোগ এনেছেন।
জানা যায়, ৭০ বছর বয়সী ব্রসনান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন। এ অভিযোগের ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারী ওয়াইওমিং আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছে।
বার্তা সংস্থা বিবিসি নিউজের নথি থেকে জানা যায়, আইরিশ অভিনেতা ব্রসনান গত ১ নভেম্বর ম্যামথ টেরেসের নির্ধারিত এলাকার বাইরে গিয়ে পায়ে হেঁটে সংবেদনশীল এলাকায় ঘুরে বেরিয়েছেন। মার্কিন অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়, ব্রসনান পার্কে ব্যক্তিগত সফরে এসেছিলেন, কোনো চলচ্চিত্রের কাজে নয়। তবে এ ঘটনা নিয়ে ব্রসনান এখনও কোনো মন্তব্য করেননি।
ম্যামথ হট স্প্রিংস কিছু তাপীয় বিষয়ের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গিজার, স্টিম ভেন্ট এবং গরম মাটির পুল।
পার্কের ওয়েবসাইট অনুসারে, নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। কারণ এখানে মাটি ভঙ্গুর এবং সহজেই ফুটন্ত গরম পানি শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রতি বছর ইয়েলোস্টোন পরিদর্শন করতে অনেক দর্শনার্থী আসেন। এদের মধ্যে যারা ট্রেইল থেকে সরে না যাওয়ার সতর্কতা উপেক্ষা করেন, তাদের অনেকেই দুর্ঘটনার স্বীকার হন। পার্কের হট স্প্রিংয়ে পড়ে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি দর্শনার্থী মারা গেছেন।
২০২১ সালে এক ২০ বছর বয়সী মহিলা ইয়েলোস্টোন হট স্প্রিং থেকে তার কুকুরকে উদ্ধার করতে গিয়ে গুরুতর ভাবে দগ্ধ হন। এছাড়া ২০১৬ সালেও ২৩ বছর বয়সী একজন লোক তার বোনের সাথে বোর্ডওয়াক ট্রেইল ছেড়ে যাওয়ার পরে লোয়ার গিজার বেসিনে পড়ে মারা যান।
১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অভিনয় করা চারটি জেমস বন্ড সিনেমা ছাড়াও পিয়ার্স ব্রসনান ১৯৮০'র দশকের টিভি শো 'রেমিংটন স্টিল', 'মিসেস ডাউটফায়ার' এবং 'দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার'-এর জন্যও দর্শকদের মধ্যে জনপ্রিয়।