মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল
বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা আহমেদ রুবেল বুধবার (৭ ফেব্রুয়ারি) মারা গেছেন।
পরিচালক নুরুল আলম আতিক গণমাধ্যমকে এ অভিনেতার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বার্তাসংস্থা ইউএনবিকে তিনি বলেন,, 'পেয়ার সুবাস' নামক একটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ছিল। এতে যোগ দিতে হলে যাওয়ার আগ মুহূর্তে আহমেদ রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আহমেদ রুবেলের বয়স হয়েছিল ৫৫ বছর।
দেশের অভিনয় অঙ্গনে সাবলীল অভিনয় করে যে কজন অভিনেতা দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, আহমেদ রুবেল তাদের মধ্যে অন্যতম। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু, এরপর টিভি নাটক এবং পরে চলচ্চিত্রেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল না আহমেদ রুবেলের, বরং হতে চেয়েছিলেন একজন রাজনীতিবিদ।
শুরুর দিকে নিজের জন্মস্থান গাজীপুরে নাট্যদল গঠন করে অনেককে নিয়ে নাট্যচর্চা শুরু করেন। নাট্যকার সেলিম আল দীনের সহায়তায় গ্রাম থিয়েটার আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন এ অভিনেতা। এরপর তাকে পেয়ে বসে অভিনেতা হবার অদম্য বাসনা।
এইচএসসি শেষ করার পর গাজীপুরের আঞ্চলিক পরিমণ্ডল থেকে ঢাকায় এসে 'ঢাকা থিয়েটার'-এর সঙ্গে যুক্ত হন। শুরু হয় পেশাদারি নাট্যচর্চর পাঠ। এখানে এসেই তিনি সেলিম আল দীন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আফজাল হোসেন, হুমায়ূন ফরিদীর মতো অভিনয় কিংবদন্তীদের সাহচর্য পান।
টিভি নাটকের আগেই চলচ্চিত্রে অভিষেক হয় আহমেদ রুবেলের। যদিও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত অভিনয়শিল্পী ছিলেন তিনি। ১৯৯৩ সালে উত্তম আকাশের পরিচালনায় আখেরী হামলা সিনেমা দিয়ে বড়পর্দায় কাজ শুরু করেন তিনি।
প্রথম সিনেমা ব্যবসাসফল হওয়ায় একই পরিচালকের আরও দুটি সিনেমায় তিনি অভিনয় করেন। এভাবে প্রায় একডজন সিনেমায় অভিনয় করেন ১৯৯৮ সাল পর্যন্ত। এরপর সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
চলচ্চিত্র থেকে সরে আসার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, এমন প্রশ্নে ২০২২ সালের নভেম্বরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আহমেদ রুবেল বলেছিলেন, 'আমি থিয়েটার করে যে ধরনের অভিনয় ক্যারিয়ার গড়ার ছবি আঁকতাম মনে, তা থেকে হয়তো সরে যাচ্ছিলাম। একটা নির্দিষ্ট ছকে বন্দি হয়ে যাচ্ছিলাম। তাই নিজেই সিদ্ধান্ত নিলাম সিনেমায় অভিনয় বন্ধ রাখব।'
কিছুদিন বিরতি নিয়ে ২০০০ সাল থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন আহমেদ রুবেল। একক ও ধারাবাহিক মিলিয়ে ৫০০-এর বেশি নাটকে তিনি অভিনয় করেন।
তবে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর দিয়ে সিনেমায় ফিরে সিনেমায় অভিনয়ের ধারা পরিবর্তন করেন প্রখ্যাত এ অভিনেতা। এরপর কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চন্দ্রকথা, নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস ইত্যাদি সিনেমায় অভিনয় করেছিলেন।