আম্বানিপুত্রের বিয়েতে পারফর্ম করে ৮ বছর পর কনসার্টে ফিরলেন রিহানা!
আট বছর পর আবার মঞ্চে ওঠলেন রিহানা, তাও আবার মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে।
শুক্রবার রাতে ভারতের গুজরাটের জামনগরে পপ কুইনের পারফরম্যান্স মুগ্ধ হন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা।
জানা গেছে, আম্বানির পারিবারিক অনুষ্ঠানে পারফর্ম করে কমপক্ষে ছয় মিলিয়ন ডলারের (৬৫ কোটি টাকা) চেক নিজের পকেটে পুরেছেন রিহানা।
সেটলিস্ট ডটএফএম ওয়েবসাইটের মতে, রিহানা আম্বানির পারিবারিক এ অনুষ্ঠানে ১৯টি গান গেয়েছেন। যার মধ্যে ছিল 'বেটার হ্যাভ মাই মানি,' 'ওয়াইল্ড থটস,' 'রুড বয়,' 'ওয়ার্ক,' 'উই ফাউন্ড লাভ,' 'আমব্রেলা,' এবং 'ডায়মন্ডস' এর মত জনপ্রিয় গান।
রিহানা ২০২৩ সালের সুপার বোল হাফটাইম এবং আগের বছরের একাডেমি পুরস্কারের শোতে পারফর্ম করলেও আম্বানির বিয়ের এই কনসার্টটি ২০১৬ সালের পর তার প্রথম পূর্ণ কন্সার্ট।
এর আগে ২০১৮ সালে অনন্তের বোন ইশার বিয়ে জমকালোভাবে আয়োজন করে সাড়া ফেলে দিয়েছিলেন মুকেশ আম্বানি। বিয়েতে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছিল তার। ওই আয়োজনে বলিউড তারকা ছাড়াও উপস্থিত হয়েছিলেন সাবেক মাকিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জন কেরি।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন