মেরিলিন মনরোর পাশে সমাধিস্থ হওয়ার খরচ কত?
তারকাদের প্রতি আবেগের বাড়াবাড়ি থাকে কিছু ভক্তের মধ্যে। তবে কিছু মানুষের ক্ষেত্রে আবেগের বাড়াবাড়ি একেবারে মৃত্যু পর্যন্ত ছড়িয়ে যায়। তখন তারা প্রিয় তারকার পাশে সমাধিস্থ হতেও দেদার টাকা খরচ করেন। এই যেমন চড়া দামে মেরিলিন মনরোর পাশের কবর কিনে নিয়েছেন এক ব্যক্তি।
মেরিলিন মনরোর মৃত্যুর পর পেরিয়ে গেছে অর্ধ শতকেরও বেশি। তবে এখনও যেন আবেদন কমেনি হলিউডের এক সময়ের লাস্যময়ী এ তারকার।
শুধু তার পাশের কবরে নিজের জন্য একটু জায়গা করে নিতেই ওই ব্যক্তি খরচ করলেন ১ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার।
সমাধিটি কিনেছেন বেভারলি হিলসের প্রযুক্তি বিনিয়োগকারী অ্যান্থনি জেবিন। জেবিন জানান, তিনি সবসময় মনরোর পাশে থাকার স্বপ্ন দেখতেন। মৃত্যুর পরও মনরোর পাশে থাকতে এত দাম দিয়ে কবরটি কিনে নিয়েছেন তিনি।
মনরোর আরেক পাশের সমাধিটি আবার প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের। তিনি ১৯৯২ সালে কিনে নেন সমাধিটি। ২০১৭ সালে হেফনার মারা গেলে তাকে ওই কররেই সমাধিস্থ করা হয়।
সমাধিস্থলের পাশাপাশি মি. জাবিন একটি সাঁতারের পোশাক ও হেফনারের পুরোনো বিছানাও কিনেছেন। নিলামে বিক্রি হওয়া অন্যান্য উল্লেখযোগ্য আইটেমগুলো হলো— মনরোর একটি গোলাপি সিল্কের পুচ্চি যা তিন লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল। মনরোর ব্যবহৃত এলিজাবেথ আরডেন লিপস্টিকও ৬৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মনরোর সমাধিতে প্রতিবছরই তার ভক্তরা পরিদর্শন করতে যান।
জেন্টলম্যান প্রেফার ব্লন্ডিস, সাম লাইক ইট হট এবং হাউ টু ম্যারি অ্যা মিলিয়নিয়ার সহ ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মেরিলিন মনরো।