তীব্র গরমে হিট স্ট্রোক করে হাসপাতালে যেতে হলো শাহরুখকে
ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মাঠে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ম্যাচ শেষে তাকে মাঠেও ঘুরতে দেখা যায়। কিন্তু এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কিং খান।
জানা গেছে, তীব্র গরমে হিট স্ট্রোক হয়েছে তার।
অসুস্থ হয়ে পড়ার পর শাহরুখ খানকে আহমেদাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর অনুযায়ী, ওই হাসপাতালেই এখন চিকিৎসাধীন তিনি। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের দু'দিন আগে আহমেদাবাদে যান কিং খান। মঙ্গলবার ম্যাচের পর রাতেই তিনি তার দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আহমেদাবাদ শহরের আইটিসি নর্মদা হোটেলে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে শাহরুখকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তীব্র গরমের কারণে কিং খানের হিট স্ট্রোক হয়েছিল।
আহমেদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ জাট বলেছেন, 'তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে শাহরুখ খানকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর কিছু নয়। তাকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।'
এদিকে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড বাদশাহর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।