ইন্ডিয়ানা জোনসের ‘টেম্পল অফ ডুম’ সিনেমায় পরা টুপি বিক্রি হলো ৬ লাখ ৩০ হাজার ডলারে
ইন্ডিয়ানা জোন্স ফিল্ম ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনেতা হ্যারিসন ফোর্ডের পরা একটি ফেডোরা টুপি নিলামে বিক্রি হয়েছে। 'টেম্পল অব ডুম' সিনেমার জন্য বিশেষভাবে তৈরি ব্রাউন ফেল্ট ফেডোরাটি বৃহস্পতিবার (১৫ আগস্ট) লস অ্যাঞ্জেলেসে ৬ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়। খবর বিবিসি'র।
এছাড়াও নিলামে বিক্রি হয়েছে স্টার ওয়ার্স, হ্যারি পটার এবং জেমস বন্ড প্রোডাকশনের প্রপসসহ চলচ্চিত্রের স্মৃতিচিহ্নের অন্যান্য আইটেমসমূহও।
নিলাম সংস্থা প্রপস্টোর জানিয়েছে, এই টুপিটি পরবর্তীতে প্রযোজক জর্জ লুকাসের ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিওতে অতিরিক্ত ফটোগ্রাফির সময়ও ব্যবহার করা হয়েছিল।
এছাড়া, ১৯৮৪ সালের সিনেমা 'টেম্পল অফ ডুম'-এ হ্যারিসন ফোর্ডের ডাবল-স্টান্ট ডিন ফেরান্দিনি এই টুপিটি পরেছিলেন। ফেরান্দিনি গত বছর মারা যান এবং টুপিটি এতদিন তার ব্যক্তিগত সংগ্রহে ছিল। আইকনিক এই পোশাক পরা স্টান্টম্যানের কিছু অপ্রকাশিত ছবিও নিলামের সঙ্গে বিক্রি হয়েছে।
প্রপস্টোর আরও জানিয়েছে, এই টুপিটি ইন্ডিয়ানা জোনসের প্রথম সিনেমা 'রেইডার্স অফ দ্য লস্ট আর্ক'-এ ব্যবহৃত মূল ফেডোরার একটি আধুনিক সংস্করণ। লন্ডনের হারবার্ট জনসন হ্যাট কোম্পানিতে তৈরি এই ফেডোরার ভেতরের আস্তরণে সোনার মনোগ্রামে 'আইজে' লেখা রয়েছে।
নিলামে ১৯৮৩ সালের স্টার ওয়ার্স সিনেমা রিটার্ন অফ দ্য জেডাই-তে ব্যবহৃত একটি ইম্পেরিয়াল স্কাউট ট্রুপার হেলমেট, যা ৩ লাখ ১৫ হাজার ডলারে দামে বিক্রি হয়েছে। এছাড়া, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান সিনেমায় ড্যানিয়েল র্যাডক্লিফের ব্যবহার করা একটি আলো-জ্বলা জাদুর কাঠি বিক্রি হয়েছে ৫৩ হাজার ৫৫০ ডলারে।
এদিকে, ২০১২ সালের জেমস বন্ড সিনেমা স্কাইফল-এ ড্যানিয়েল ক্রেইগের পরা একটি স্যুট ৩৫ হাজার ডলার দামে বিক্রি হয়েছে।
প্রপস্টোরের প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যান্ডন অ্যালিঞ্জার বলেন, নিলাম সংস্থা এমন ঐতিহাসিক সামগ্রী ভক্তদের কাছে তুলে দিতে পেরে গর্বিত।
উল্লেখ্য, টেম্পল অফ ডুমে ব্যবহৃত আরেকটি ফেডোরা ২০২১ সালে ৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন