মারা গেছেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের শিল্পী লিয়াম পেইন
ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড দল 'ওয়ান ডাইরেকশন' এর সদস্য লিয়াম পেইন মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আর্জেন্টিনার পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এই শিল্পী মদ্যপ অবস্থায় হোটেলের তৃতীয় তলার ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
পুলিশের বিবৃতিতে জানানো হয়, রাজধানীর পালেরমো এলাকার ওই হোটেলে মদ্যপ একজন ব্যক্তির আক্রমণাত্মক আচরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। বুয়েনস এইরেসের নিরাপত্তা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অডিও অনুযায়ী, হোটেলের এক কর্মী মাতাল অবস্থায় থাকা এক অতিথির জন্য জরুরি সহায়তা চেয়ে পুলিশের কাছে ফোন করেন।
হোটেল ম্যানেজার জানান, হোটেলের পেছনে একটি বিকট শব্দ শোনা যায় এবং পুলিশ এসে দেখতে পায় যে একজন ব্যক্তি তার কক্ষের ব্যালকনি থেকে পড়ে গিয়েছেন। জরুরি সেবা কর্মীরা পরে লিয়ামের মৃত্যু নিশ্চিত করেন। তাকে হোটেলের অভ্যন্তরীণ আঙিনায় পাওয়া গিয়েছে।
অ্যামেরিকান গায়ক চার্লি পুথ ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে বলেন, "আমি এখনও হতবাক। লিয়াম সবসময় আমার প্রতি খুবই সদয় ছিলেন। তিনি ছিলেন প্রথম বড় কোনো তারকা যার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি আর আমাদের মধ্যে নেই"।
লিয়ামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এমটিভি, স্পটিফাই ও ব্রিটস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিয়ামের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
গায়ক লিয়াম পেইন বিখ্যাত পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। ২০১০ সালে ব্রিটিশ এক্স ফ্যাক্টর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের পর আত্মপ্রকাশ করে এই ব্যান্ডটি। ব্যান্ডে আরও ছিলেন হ্যারি স্টাইলস, জায়ান মালিক, নায়াল হোরান এবং লুই টমলিনসন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর থেকে সদস্যরা একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন