‘স্বদেশ’-এ শাহরুখের নায়িকা গায়ত্রী এখন কোথায়? ধনকুবের পাত্রের হাত ধরে যিনি বলিউড ছেড়েছিলেন
আশুতোষ গোয়াড়িকরের ২০০৪ সালের চলচ্চিত্র 'স্বদেশ' শাহরুখ খানের অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃত। এই ছবিতে শাহরুখ তার সুপারস্টার ভাবমূর্তি ছেড়ে একদম সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। সেজন্যও প্রশংসাও কুড়িয়েছেন।
এ ছবিতে প্রধান নারী চরিত্রে শাহরুখের বিপরীতে অভিনয় করেন গায়ত্রী জোশী। মডেলিং থেকে অভিনয়ে আসা গায়ত্রীর অভিনয়ও প্রশংসা কুড়ায়। কিন্তু তারপরও 'স্বদেশ'ই তার একমাত্র চলচ্চিত্র হয়ে থেকে যায়।
সে সময় 'স্বদেশ' বাণিজ্যিকভাবে সাফল্য না পেলেও সময়ের পরিক্রমায় আজ পরিণত হয়েছে কাল্ট ক্লাসিকে। দর্শকের হৃদয়ে আজও দাগ কেটে রয়েছে ছবিটি।
গায়ত্রী কেন বলিউড ছাড়লেন
দীর্ঘদিন সফলভাবে মডেলিং করার পর 'স্বদেশ' দিয়ে বলিউডে পা রাখেন গায়ত্রী। ছবিটি বক্স অফিসে সফল না হলেও অভিনেত্রী হিসেবে তিনি প্রশংসা কুড়ান।
বলিউডে স্বপ্নের মতোই অভিষেক হয়েছিল গায়ত্রীর। কারণ তার প্রথম নায়কই যে ছিলেন শাহরুখ খান। কাজেই চলচ্চিত্র শিল্পে তার সামনে আরও নতুন নতুন সুযোগ হাজির হওয়ার কথা ছিল। কিন্তু গায়ত্রী সে পথে হাঁটেননি।
'স্বদেশ' মুক্তির কয়েক সপ্তাহ পরই ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করেন গায়ত্রী। তার সঙ্গে বিদায় বলে দেন অভিনয় জীবনকেও। তাই 'স্বদেশ'ই তার একমাত্র চলচ্চিত্র হয়ে থেকে যায়।
ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে এই অভিনেত্রী বলেছিলেন, 'আমি মানসিকভাবে তৈরি ছিলাম, স্ক্রিপ্ট শোনার জন্যও প্রস্তুত ছিলাম। আমার ধারণা ছিল, শিগগিরই দারুণ সুযোগ আসবে আমার সামনে। সেরা নবাগত হিসেবে পুরস্কারও পেয়েছিলাম। তবে কখনও কখনও সবকিছু পরিকল্পনামাফিক হয় না।'
স্বামীর সম্পর্কে গায়ত্রী বলেন, 'আমার স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে দেখা হওয়ার পর বুঝতে পারি, বলিউডে থাকার চেয়ে একজন পরিপূর্ণ সাংসারিক জীবনই চাই আমি। আমার স্বামী আসলেই সব অর্থেই আমার সোলমেট।'
গায়ত্রীর জন্ম ১৯৭৭ সালে নাগপুরে। মুম্বাইয়ে কলেজে পড়াশোনা করার সময় মডেলিং শুরু করেন। শাহরুখের সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করেছিলেন।
গায়ত্রী ক্যারিয়ার শুরু করেছিলেন ভিডিও জকি হিসেবে। তারপর মডেলিংয়ে প্রবেশ করেন। সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ীও হন। ২০০০ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেতেন। মিস ইন্টারন্যাশনাল ২০০০-এ ভারতের প্রতিনিধিত্ব করেন।
গোদরেজ, এলজি, পন্ডস, বোম্বে ডাইং, সানসিল্ক, ফিলিপসের মতো ব্র্যান্ডের জন্য মডেলিং করেছেন তিনি।
কে এই বিকাশ ওবেরয়?
গায়ত্রীর স্বামী বিকাশ ওবেরয় একজন ব্যবসায়ী। ভারতের অন্যতম শীর্ষ রিয়েলটি ফার্ম ওবেরয় কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী তিনি। গ্রোহে-হুরুনের তথ্যমতে, বিকাশ ওবেরয়কে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। ফোর্বসের তথ্যানুসারে, বিকাশের মোট সম্পত্তির পরিমাণ ৬ বিলিয়ন ডলার (৫০,০০০ কোটি রুপি)। তিনি মুম্বাইয়ের একটি ওয়েস্টিন হোটেলের মালিক এবং শহরের প্রথম রিটজ-কার্লটন হোটেল ও আবাসন নির্মাণ করছেন।
বিকাশ ওবেরয়ের সঙ্গে বিয়ের পর গায়ত্রী জোশী শুধু সিনেমাই নয়, বিনোদন জগতকেই বিদায় জানিয়েছেন।
গায়ত্রী ও বিকাশ দম্পতি এখন মুম্বাইয়ে থিতু হয়েছেন। তাদের দুটি ছেলে রয়েছে।
তবে বিনোদন জগত ছেড়ে দিলেও গায়ত্রী তার মডেলিং ও অভিনয়ের সময়কার কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখেন। অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে তিনি প্রায়ই সময় কাটান। এই দুজনের সঙ্গে তার দুই দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব।