লে সেরাফিম: এই ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করতে চায় যে কে-পপ ব্যান্ড
কে-পপ ব্যান্ড লে সেরাফিমের সর্বকনিষ্ঠ সদস্য হং ইউনচে সিউলের কুখ্যাত নাকওয়ান ইনস্ট্রুমেন্ট আর্কেডের মধ্য দিয়ে হেঁটে আসছিলেন, হঠাৎ হোঁচট খান তিনি। তার হাতের পানীয়টি ছিটকে পরে যায়, আর ১৭ বছর বয়সী মেয়েটি একটি ধাতব সিঁড়ি দিয়ে গড়িয়ে মেট্রোর মেঝেতে ভয়ঙ্কর শব্দে আছড়ে পড়ে। এক মুহূর্ত থেমে থাকার পরই, তিনি কাঁধ ঝাঁকিয়ে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উঠে বসেন। ভাবটা এমন যেন এইভাবেই সাধারণত সিঁড়ি দিয়ে চলাফেরা করেন।
এই দৃশ্যটি মূলত লে সেরাফিমের তৃতীয় ইপি 'ইজি' এর ট্রেলারে দেখা যায়। এই বছর শুরুর দিকে এটি মুক্তি পায়।
তবে ইউনচে বলেছেন, এই দৃশ্যের গভীরতর একটি অর্থও রয়েছে। খবর বিবিসির
তিনি বিবিসিকে বলেন, 'আমি যে পথে চলতে চাই যখন সে পথে চলি, তখন হোঁচট খাওয়া এবং পড়ে যাওয়া কোনো ব্যাপার না।'
তিনি বলেন, 'আমি সবসময় নতুন করে শুরু করি, যেন কিছুই ঘটেনি। আমি এই বার্তাটিই দিতে চেয়েছিলাম।'
সদস্যদের এমন আত্মবিশ্বাস ও ধৈর্যই লে সেরাফিমকে গত দুই বছরে স্পটলাইটে উঠে আসা এবং একটি বিশেষ অবস্থান তৈরি করতে সাহায্য করেছে।
তাদের তৈরি 'ক্রেজি' ও 'অ্যান্টিফ্র্যাজাইল' গান দুটি একাধিক এমটিভি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এবং নাইল রজার্স ও পিংকপ্যান্থারেস-এর সঙ্গে কোলাবোরেশন করেছে তারা।
তাদের দেখতে আর পাঁচটা আদর্শ গার্ল ব্যান্ড বলেই মনে হয়: সাজানো-গোছানো, কোরিওগ্রাফ করা এবং আত্মবিশ্বাসে ভরপুর।
কিন্তু ইন্ডাস্ট্রি নারীদের ওপর যেসব অবাস্তব মানদণ্ড চাপিয়ে দেয় এবং সেগুলো নিয়ে তারা কতটা সচেতন তা তারা নিজেদের গানের মাধ্যমে সরাসরিই প্রকাশ করে।
তাদের 'ইভ, সাইকি অ্যান্ড ব্লুবিয়ার্ড'স ওয়াইফ' (সমাজের প্রত্যাশাকে অস্বীকার করেছিলেন এমন তিন নারীর নামে এই গানের নাম রাখা হয়েছে)-গানে গায়িকা কিম চেওন পারফর্ম করার চাপ নিয়ে আলোচনা করেন।
'গুড বোনস'- গানে হো ইউঞ্জিন তার সমালোচকদের উদ্দেশে কড়া জবাব দেন।
ইউঞ্জিন নিজেদের ব্যাপারে বলেন, 'একটি গ্রুপ হিসেবে, আমরা সবসময় শক্তিশালী হওয়া এবং একইসঙ্গে দুর্বল হওয়া-এই দুইয়ের দ্বৈততা দেখানোর চেষ্টা করি।'
অন্যান্য কে-পপ ব্যান্ডের চেয়ে লে সেরাফিম একটা দিকে থেকে আলাদা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লেবেল সোর্স মিউজিকের মাধ্যমে নির্বাচিত হয়ে এর সদস্যরা ব্যান্ডে এসেছেন।
সাকুরা এই ব্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। তিনি এর আগে তিনটি ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এগুলো হলো-কেটিফোরটিএইট,একেফোরটিএইট এবং আইজেড*ওয়ান। ২৬ বছর বয়সী সাকুরা লে সেরাফিমের সবচেয়ে বড় সদস্য।
চেওয়নও আইজেড*ওয়ান-এর সদস্য ছিলেন এবং তিনি লে সেরাফিমের দলনেতা।
ইউঞ্জিন নিউইয়র্কে বেড়ে উঠেছেন এবং কেপপ ট্রেনিং-এর জগতে প্রবেশের আগে তিনি অপেরা শিখেছেন।
ইউনচে ২০২২ সালে তার অফিসিয়াল ডেবিউ করার আগে মাত্র ১৫ মাস প্রস্তুতি নিয়েছিলেন। বর্তমানে ১৭ বছর বয়সী ইউনচে ব্যান্ডের সবচেয়ে ছোট সদস্য। তার ডাকনাম 'মানচে'। -
সবশেষে যোগ দেন প্রাক্তন ব্যালারিনা কাজুহা। লে সেরাফিমের প্রথম সিঙ্গেল মুক্তির পাঁচ মাস আগে ডাচ ন্যাশনাল ব্যালেট একাডেমি থেকে বেরিয়ে আসেন তিনি।
আসলে এই ব্যান্ডের আরও একজন সদস্য ছিলেন। কিম গারাম ব্যান্ডের ডেবিউ ইপি 'ফিয়ারলেস'-এ উপস্থিত ছিলেন, কিন্তু পরে কিছু শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন।
এই একবারই না, ব্যান্ডটিকে আরও কয়েকবার দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার মখে পড়তে হয়েছে।
চলতি বছর শুরুর দিকে ব্যান্ডটি ক্যালিফোর্নিয়ার 'কোচেলা'য় তাদের পারফরম্যান্সের সময় নিজেদের দুর্বলতার জন্য দুঃখ প্রকাশ করে।
তাদের গাওয়া গান নিয়ে প্রকাশিত একাধিক নেতিবাচক সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে চেওয়ন জানান, এটি তাদের প্রথম আউটডোর ফেস্টিভাল ছিল।
তিনি বলেন, আমরা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, তাই কিছুটা কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম।'
তোমাদের খেলার পুতুল নই
ইউঞ্জিন কে-পপ ইন্ডাস্ট্রিকে ভেতর থেকে পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি ডকুমেন্টারিতে বলেন, 'আইডলদের এটা করতে হবে, ওটা করতে হবে। এখানে সবকিছুর অলিখিত এক ধরনের নিয়ম রয়েছে।'
তিনি বলেন, 'আমি যখন ট্রেইনি ছিলাম তখনই আমি এটি ফিল করতে পারি বিষয়টা। তবে আমি সেই সময় খুব ডেসপারেটলি ডেবিউ করতে চাচ্ছিলাম, তাই আমি সবকিছু মানিয়ে নিয়েছি। কিন্তু ডেবিউ করার পর আমার মনে হচ্ছে-কেন আমার এমন হতে হবে?'
তিনি সেই হতাশাগুলোকে 'আই ≠ ডল' নামে একটি একক গানে ঢেলে দেন, যাতে স্পষ্টভাবে প্রকাশ পায় কিভাবে পপ তারকাদের পণ্য হিসেবে বিবেচনা করা হয়।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি