দিওয়ালির সফলতম সিনেমার নায়ক শাহরুখ নন, বক্স অফিসে রাতভর লাইন থাকত ভক্তদের
দিওয়ালিতে সিনেমা মুক্তির কথা বলতে গেলে, বক্স অফিসে সফলতার নিরিখে সবার আগে উঠে আসে শাহরুখ খানের নাম।
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে 'হ্যাপি নিউ ইয়ার' পর্যন্ত; প্রতিবছর দিওয়ালিতে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডের এই কিং। তবে গত এক দশকে দিওয়ালিতে তার কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি।
অথচ শুনে আশ্চর্য হতে হয়, দিওয়ালিতে বলিউডের সবচেয়ে সফল সিনেমার নায়ক শাহরুখ নন, বরং অন্য কেউ।
এমনকি এটি কোনো রোমান্টিক সিনেমাও নয়, পুরোদস্তুর অ্যাকশন ফিল্ম। সিনেমাটি এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ সিনেমা হলের বাইরে টিকিট কাউন্টার খোলার অপেক্ষায় রাতভর অপেক্ষা করত।
দিওয়ালিতে সবচেয়ে বড় বক্স অফিস হিট
১৯৭৮ সালের ২৭ অক্টোবর; দিওয়ালির মাত্র তিন দিন আগে বড় পর্দায় মুক্তি পায় প্রকাশ মেহরার সিনেমা 'মুকাদ্দর কা সিকান্দার'।
মুক্তির পর পরই সাড়া ফেলে দেয় সিনেমাটি। উৎসবের আমেজ, অমিতাভ বচ্চনের সুপারস্টারডম এবং প্রকাশ মেহরার সুনাম-সবমিলিয়ে সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়। সিনেমাটি শুধু ভারতেই ১৭ কোটি রুপি আয় করে এবং বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় নাম লেখায়।
মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করলে ২০২৪ সালের হিসেবে সিনেমাটির ঘরোয়া কালেকশন ছিল ৮০০ কোটি রুপির বেশি, যা 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিম্যাল' এবং 'গদর ২'-এর মতো লার্জার দ্যান লাইফ অ্যাকশন সিনেমার থেকেও বেশি (এগুলোর আয় ৫২০-৬৪০ কোটি রুপির মধ্যে)।
আইএমডিবি অনুযায়ী, ভারতে 'মুকাদ্দর কা সিকান্দার'-এর ৭ কোটি টিকিট বিক্রি হয়েছিল। মাত্র দুটি বলিউড সিনেমা এই রেকর্ড ভাঙতে পেরেছে- 'হাম আপকে হ্যায় কৌন' এবং 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'।
এর তুলনায় ঘরোয়া বাজারে 'অ্যানিম্যাল' ও 'জওয়ান'-এর মতো সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমার ৩-৪ কোটি টিকিট বিক্রি হয়েছে।
কতটা জনপ্রিয় হয়েছিল 'মুকাদ্দর কা সিকান্দার'?
'মুকাদ্দার কা সিকান্দার' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এছাড়া আরও ছিলেন- বিনোদ খান্না, রেখা, রাখী, নিরূপা রায়, আমজাদ খান এবং রঞ্জিতের মতো অভিনয়শিল্পীরা।
চলচ্চিত্র বোদ্ধারা সিনেমাটিকে সর্বকালের ব্লকবাস্টার বলে অভিহিত করেছেন।
সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষ এর টিকিট কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতেন। কখনও কখনও সিনেমা হলের সামনে টিকিটের অপেক্ষায় থাকা দর্শকেরা হলের বাইরেই সারারাত ঘুমিয়ে থাকতেন।
টানা ১৭ বছর 'মুকাদ্দর কা সিকান্দার' দিওয়ালির সর্বোচ্চ কালেকশনের রেকর্ড ধরে রেখেছিল। এরপর ১৯৯৫ সালে শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- সিনেমাটি এর রেকর্ড ভাঙে।
তবে মাত্র ১ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি, এখন পর্যন্ত দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে সফল সিনেমা।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি