সাত পাক থেকে মালাবদল, ভিকি-ক্যাটরিনার বিয়ের সব ছবি
গত কয়েক মাস ধরে গুঞ্জনের পর অবশেষে গাঁটছাড়া বাঁধলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার যোধপুরে ৭০০ বছরের পুরোনো দূর্গে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা।
"আমাদের এক সূত্রে বাঁধা সব কিছুকে ভালবাসা জানাই। সঙ্গে কৃতজ্ঞতা। নতুন যাত্রা শুরু করার মুহূর্তে আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ চাই আমরা।" ইন্সটাগ্রামে এভাবেই নিজেদের প্রেমের জয়গান গাইলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ।
অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই নিজেদের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেন নবদম্পতি।
ছবিতে লাল লেহেঙ্গায় ঝলমলে ক্যাটরিনাকে দেখা গেছে ভারতীয় ঐতিহ্যবাহী সাজে। গলায় কুন্দনের ভারী হার, মাথায় চওড়া মাংগটিকা, নাথে বিশাল নথ, কপালে লাল টিপ- এভাবেই সেজেছিলেন তিনি।
সাথে ছিলেন ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে ভিকি।
শিশমহলে বসেছিল বিয়ের মণ্ডপ। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা মণ্ডপে কনে এসেছেন কাচের কাজ করা পাল্কিতে। বর এসেছেন সাদা ঘোড়ায় চেপে।
মণ্ডপ সাজানো হয়েছিল ফুলে ফুলে। চার পাশে খাটানো ছিল একাধিক তাঁবু। যেখানে বসে বিশ্রাম নেন অতিথিরা।
- সূত্র- হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা