রোনালদো-প্রেমিকা জর্জিনা যেভাবে বেবিসিটার থেকে শত শত কোটি টাকার মালিক!
জীবনসঙ্গী হিসেবে বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে পাওয়া এবং নিজের ২৮ কোটি টাকার সম্পদের বদৌলতে জর্জিনা রদ্রিগেজের নাম এখন সবারই জানা। আকর্ষণীয় মডেল হিসেবে পেশাদার জীবন তো রয়েছেই, সাথে রোনালদো ও তার চার সন্তানের মা হিসেবে হরহামেশাই লাইমলাইটে থাকেন তিনি। কিন্তু জর্জিনা রদ্রিগেজ কি সবসময়ই এমন বিলাসী জীবন কাটিয়েছেন?
উত্তর হচ্ছে, না। মাত্র সাত বছর আগেও ২০ বছর বয়সী জর্জিনা ছিলেন ব্রিস্টলের এক অতি সাধারণ নারী যার সাপ্তাহিক আয় ছিল মাত্র ১৪ হাজার ৩১২ টাকা! সেখান থেকে কোটি কোটি টাকার প্রাসাদ কিংবা নামিদামি ব্র্যান্ডের প্রচ্ছদে উঠে আসার পেছনের গল্পটা চোখে পড়ার মতোই।
শিশুদের দেখাশোনা করার জন্য আয়ার দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজি ও নাচ শেখার ক্লাসও করতেন জর্জিনা। স্বল্প আয়ে কষ্টে দিনযাপনের গল্প তো আছেই।
আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জন্ম নেওয়া জর্জিনা তার বাবার সাথে স্পেনে চলে আসেন। ২০০৩ সালে জর্জিনার বয়স যখন মাত্র নয় বছর, তখন কোকেইন পাচার মামলায় জেলে যান তার বাবা জর্জ। ২০১৩ সালে তার বাবা মুক্তি পান। এই সময়টায় মা মারিয়া হার্নান্দেজ এবং বোন ইভানার সাথে ভদ্রগোছের জীবনযাপনই করেছেন জর্জিনা।
কিন্তু সময়ের সাথে সাথে অভুতপূর্বভাবে ঘুরে গেছে স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের ভাগ্যের চাকা। যে চলতি মৌসুমে যখন রোনালদোর সাথে ইংল্যান্ডে ফিরলেন, তখন ওয়েইন রুনি, রহিম স্টার্লিং ও হ্যারি ম্যাগুয়াইরের মতো তারকাদের প্রতিবেশি হয়েছেন তিনি!
এই মুহূর্তে জর্জিনাকে আগামীর 'সুপার ওয়াগ' হিসেবে দেখা হচ্ছে। যেসব তারকা ফুটবলারের স্ত্রীরা নিজ যোগ্যতাবলে মেগাস্টার হয়ে উঠেছেন, তাদেরকে সুপার ওয়াগের দলে ফেলা হয়ে থাকে। গুঞ্জন রয়েছে, খুব শীঘ্রই নেটফ্লিক্সে দেখা যাবে জর্জিনার জীবনী নিয়ে সিরিজ। তাছাড়া স্বনামধন্য ব্রিটিশ ব্র্যান্ডগুলোর টার্গেট হিসেবেও আছেন তিনি।
যুক্তরাজ্যে আসার পর ম্যানচেস্টারভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড 'প্রিটি লিটল থিং'-এর সঙ্গে যুক্ত হচ্ছেন জর্জিনা। এমনকি ইনস্টাগ্রামে এখন স্প্যানিশের বদলে ইংরেজিতে পোস্ট লেখা শুরু করেছেন তিনি।
জর্জিনা নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছেন তাতে গুচ্চি এবং শোফার্ডের মতো ব্র্যান্ডগুলোও তাকে নিজেদের পোশাক-গয়না পরাতে ব্যস্ত। একটি ফ্যাশন ইনসাইডারের ভাষ্যে, আগামী বছর ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জর্জিনাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ তিনি সুন্দর এবং তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে লোকে আলোচনা করে।
চলতি মাসেই 'কসমোপলিটন'-এর স্প্যানিশ সংস্করণের প্রচ্ছদে এসেছেন রোনালদোর সঙ্গীনি। গোলাপি রঙ এর সিকুয়েন্সের পোশাক পরা জর্জিনা রোনালদোর সাথে জুটি বাধা সম্পর্কে বলেন, "আমি ভাগ্যে পুরোপুরি বিশ্বাস করি। তবে কর্মফলে তার চেয়ে বেশি বিশ্বাস করি। আপনি যা দিবেন, তাই ফিরে পাবেন।"
ব্যক্তিগত জীবনে বেশ সুখেই দিন পার করছেন জর্জিনা রদ্রিগেজ। প্রায়ই রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর ছবি প্রকাশ হচ্ছে কিংবা চার সন্তানকে নিয়ে খুনসুটিতে মেতে উঠছেন তিনি। বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর এসেছে, রোনালদোর মায়ের সাথেও এখন আর কোনো বিবাদ নেই তার।
জর্জিনার নেটফ্লিক্স সিরিজে কাজ করা প্রসঙ্গে নেটফ্লিক্স স্পেনের পরিচালক আলভারো দিয়াজ বলেন, "তিনি একজন প্রেরণাদায়ক নারী। তিনি ছিলেন একজন সাধারণ তরুণী, এরপর একদিন আচমকাই তার জীবন বদলে যায়।"
তিনি আরও বলেন, "একদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে জর্জিনা তার ভালোবাসার মানুষের দেখা পায়। এরকম স্বপ্ন কে বা না দেখে?"
এ বছরের ক্রিসমাসের আগেই সিরিজটি মুক্ত দেওয়ার কথা থাকলেও, নাটকীয়ভাবে রোনালদোর ম্যানইউতে আগমন গল্পে বাড়তি মালমশলা জুগিয়েছে।
তাই এবার আরও বিস্তারিতভাবেই জানা যাবে রোনালদো-জর্জিনার জীবন সম্পর্কে। ২০১৮ সালে ৭ কোটি ৪১ লাখ টাকা মূল্যের একটি হীরার আংটি দিয়ে জর্জিনাকে প্রেমের প্রস্তাব দেন রোনালদো। কিন্তু এখনো নিজেদের বিয়ের তারিখ ঠিক করেননি এই জুটি। নেটফ্লিক্স সিরিজে এ নিয়ে জর্জিনার ভীতি-শঙ্কার কথাও জানানো হবে।
তবে যেভাবে আঁটঘাট বেধে নামছেন জর্জিনা ও পরিচালক, তাতে উত্তেজনার পারদ সর্বোচ্চ মাত্রায়ই পৌঁছেছে!
সূত্র: ডেইলি মেইল