জীবনানন্দের ‘লাবণ্য’ হয়ে আসছেন জয়া আহসান
বাংলা সাহিত্যের 'নির্জনতম কবি' হিসেবে পরিচিত জীবনানন্দ দাশকে নিয়ে ছবি নির্মাণ করছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। কবির প্রথম কাব্যগ্রন্থের নামানুসারে ছবির নাম রাখা হয়েছে 'ঝরা পালক'।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসছে বড়দিনে (২৫ ডিসেম্বর) ছবিটি মুক্তির কথা ঘোষণা করবেন তিনি। পাশাপাশি সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে 'ঝরা পালক'।
দুই বাংলায়ই অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখা হয় কবি জীবনানন্দ দাশকে। কবির দুই বয়সের চিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা হবে এ ছবিতে। তরুণ জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এবং পরিণত বয়সের কবির চরিত্রে থাকছেন ব্রাত্য বসু।
এছাড়া, ছবির নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দাপুটে অভিনেতাকে।
২০১৭ সালের নভেম্বরে 'ঝরা পালক'-এর শুটিং শুরু হলেও নানা কারণে ছবি মুক্তির তারিখ ক্রমাগত পিছিয়েছে। তার পরেই করোনা মহামারির থাবা। ফলে সিনেমা হলে পৌঁছতে পারেনি 'ঝরা পালক'।
ছবির অন্যতম আকর্ষণ হিসেবে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় থাকছেন জয়া আহসান। কবির দাম্পত্য জীবনের ধূসর অংশের গল্প নিয়েই 'ঝরা পালক'।
জয়া আহসান প্রসঙ্গে পরিচালক সায়ন্তন বলেন, ''এই ছবিতেই জয়ার সঙ্গে প্রথম কাজ আমার। কবি-পত্নী লাবণ্যর চরিত্রের কথা বলতেই এক কথায় রাজি তিনি। দুই বয়সের কবির সঙ্গেই অভিনয় করতে দেখা যাবে জয়াকে।''
সূত্র: আনন্দবাজার পত্রিকা