৮৩'র বিশ্বকাপ জয়ের রাতে খালি পেটে ঘুমিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম!
'৮৩' মুক্তি পেতে না পেতেই আনন্দে ভাসছে গোটা দেশ। শুধু সিনেমাপ্রেমীদের জন্য নয়, বরং সকল ভারতীয়ের জন্যই এই সিনেমাটির আবেদন বিশেষ! ১৯৮৩-তে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি এসেছিল ভারতে! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। সেটিই পর্দায় ফুটিয়ে তুলেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কবীর খানরা।
ছবি মুক্তির ঠিক আগে গত ২৩ ডিসেম্বর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সিনেমার টিমের পক্ষ থেকে। ছবির শেষে নাকি জুড়ে দেওয়া আছে কপিল দেবের একটা সাক্ষাৎকার, যেখানে তিনি নিজের মুখেই জানিয়েছেন কেন বিশ্বকাপ জেতার পর খালি পেটে ঘুমিয়েছিল পুরো ভারতীয় টিম।
কপিল জানান, জয়ের আনন্দে ছেলেরা এতই মশগুল হয়ে গিয়েছিল যে ওরা পার্টি, নাচানাচি করা শুরু করে দেয়। আর যখন হুঁশ ফিরে পায় ও বিশ্রাম নিতে বসে, তখন খেয়াল আসে সব খাওয়ার দোকান বন্ধ হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে সে রাতটা সবাইকে খালি পেটেই নিজের নিজের ঘরে গিয়ে ঘুম দিতে হয়েছিল। যদিও কপিল জানান, তা নিয়ে সেভাবে কেউই চিন্তিত ছিলেন না। কারণ তখন সকলে ছিল জয়ের আনন্দে মশগুল। দেশের জন্য ইতিহাস তৈরির আনন্দে বিভোর হয়ে পড়েছিলেন সবাই।
'৮৩'তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। এর মধ্যেই দর্শকদের থেকে প্রশংসা কুড়োতে শুরু করেছেন অভিনেতা। প্রায় দু'বছর ধরে এই সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। মাঝে অন্য কোন ছবিতেও দেখা যায়নি তাকে। সিনেমার খাতিরে ক্রিকেট খেলার বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে রণবীরকে।