তিন বছর পর অভিনয়ে ফিরছেন আনুশকা, টিজার প্রকাশ
বছরের শুরুতেই ভক্তদের বিরাট গুগলি দিলেন আনুশকা শর্মা। দীর্ঘ তিন বছর পর অভিনয়ে ফিরছেন 'পিকে' অভিনেত্রী, তাও আবার একজন ফাস্ট বোলার হিসেবে। বৃহস্পতিবার সকালে আনুশকা জানিয়ে দিয়েছেন, ঝুলন গোস্বামির বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবিতে গোস্বামীর চরিত্রে নাম ভূমিকায় থাকছেন তিনিই।
গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রজেক্টের পাশে থাকলেও নিজে অভিনয় করবেন না আনুশকা। কিন্তু সেসব আলোচনা মিথ্যা প্রমাণ করে এবার ২২ গজে দৌড়াতে দেখা যাবে ভামিকার মাকে।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ ছবি 'জিরো', এরপর থেকে ছবির দুনিয়া থেকে গায়েব ছিলেন আনুশকা। গত বছর জানুয়ারিতে মা হন 'রাব নে বানাদি জোড়ি' তারকা। আগামী সপ্তাহেই এক বছর পূর্ণ করবে ভামিকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরবার পালা আনুশকার।
এদিন আনুষ্ঠানিক বিবৃতিতে আনুশকা জানিয়েছেন, 'এই ছবিটা খুব স্পেশাল, কারণ এটা একটা আত্মত্যাগের গল্প বলবে। এই ছবি ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। নারীদের ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তখন মেয়েদের জন্য স্পোর্টসের দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা নারী ক্রিকেটকে একটা পথ দেখিয়েছে'।
ক্রিকেট যে দেশে ধর্মের সমান মর্যাদা পায়, পুরুষ ক্রিকেট দলের তারকারা ঈশ্বর হিসাবে পূজিত হন, সেই ভারতে নারী ক্রিকেটারদের অবস্থা কয়েক দশক আগে মারাত্মক চ্যালেঞ্জিং ছিল। ভক্তদের সমর্থন বা পর্যাপ্ত সুযোগ-সুবিধা কোনোটাই ছিল না। সেই অনিশ্চিত সময়ে হাতেগোনা যে কজন মহিলা ক্রিকেটার নিজেদের স্বপ্নকে তিল তিল করে গড়ে তুলেছিলেন, বিশ্ব মানচিত্রে ভারতীয় নারী ক্রিকেট দলকে উপরের সারিতে পৌঁছে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ঝুলন গোস্বামী।
খুব শীঘ্রই শুরু হবে প্রসিত রায়ের 'চাকদহ এক্সপ্রেস'-এর শুটিং। টিজারে দেখা গেছে, পুরুষ দলের প্লেয়ারদের নাম মুছে সেই জার্সিতে নিজেদের নাম লিখে ফাঁকা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জরুরি ম্যাচ খেলতে নামছেন ঝুলনরা। বাংলা মেশানো হিন্দিতে কথা বলতে শোনা গেছে আনুশকাকে।
আনুশকার ভাষ্যে, "ভারতীয় মহিলা ক্রিকেটের অভ্যুত্থান ঘটানোর জন্য আমাদের ঝুলন গোস্বামী ও তার সহকর্মীদের স্যালুট জানানো উচিত। এটা তাদের পরিশ্রম, প্যাশন আর হার না মানা অদম্য সাহসের ফল যা নারী ক্রিকেটকে চর্চার কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছে। আগামী প্রজন্ম ঝুলনদের কাছে কৃতজ্ঞ থাকব… ঝুলনের গল্পটা সত্যি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক আন্ডারডগের গল্প, এই ছবিতে আমরা তার সেই স্পিরিটটাই সেলিব্রেট করব।"
'চাকদহ এক্সপ্রেস' ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন আনুশকার ভাই কার্নিশ শর্মা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস