আনুশকার বলিউড ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর!
বলিউডে করণ জোহরের প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে অনেকেই অবগত। সম্প্রতি বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া; আর তার কথার প্রতিক্রিয়ায় কঙ্গণা রানাওয়াত জানিয়েছিলেন যে করণ জোহরই প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছিলেন। সেই সঙ্গে আরও অনেকে মিলে অভিনেত্রীকে কোণঠাসা করায় তিনি বলিউড ছেড়ে চলে যান।
প্রিয়াঙ্কার মন্তব্যের পর একাধিক তারকা বলিউডের রাজনীতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ঐশ্বরিয়াসহ একাধিক তারকার পুরনো সাক্ষাৎকারগুলোও ভাইরাল হয়েছে, যেখানে তারা বলিউডে অসহযোগিতার শিকার হয়েছেন বলে জানিয়েছিলেন।
এবার ভাইরাল হয়েছে বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের ২০১৬ সালের একটি ভিডিও ক্লিপ। ২০১৬ সালে 'মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল'-এর এক অনুষ্ঠানের মঞ্চে কথোপকথনের সময় করণ জোহর নিজ মুখে স্বীকার করেছিলেন যে, তিনি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন!
কিন্তু ঠিক কী ঘটেছিল যে করণ এই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন?
যশরাজ ফিল্মসের ব্যানারে ২০০৮-এ মুক্তি পায় 'রাব নে বানা দি জোড়ি'। সেই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। 'কিং খান' এর সঙ্গে মজার রোমান্স এবং কমেডি মিলিয়ে তৈরি এই ছবিটি সুপারহিট হয়। এরপরে যশরাজ ফিল্মসের ব্যানারে বেশকিছু ছবিতে কাজ করেন আনুশকা।
'মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল'-এর এক অনুষ্ঠানের আলাপচারিতায় ঐশ্বরিয়া রাই ও আনুশকা শর্মার সঙ্গে উপস্থিত ছিলেন করণ জোহর। সেখানে করণ বলেন, "আমি আসলে আনুশকার ক্যারিয়ারই শেষ করে দিতে চেয়েছিলাম! কারণ আদিত্য চোপড়া যখন আমাকে ওঁর(আনুশকা) ছবি দেখিয়েছিলেন 'রাব নে বানা দি জোড়ি'র জন্য, তখন আমি বলেছিলাম 'না, না, পাগল নাকি, তুমি ওকে সই করাচ্ছ, তুমি কি পাগল! তোমার এই আনুশকা শর্মাকে সই করানোর দরকার নেই। সেই সময়ে আরও একজন অভিনেত্রী ছিলেন, আমি চেয়েছিলাম আদি (আদিত্য চোপড়া) ওই নায়িকাকে সই করাক। এক্ষেত্রে আমি একেবারে আনুশকার ক্যারিয়ারই ধ্বংস করার নেপথ্য নায়ক হতে যাচ্ছিলাম। ছবি মুক্তির পরেও ভীষণ অনিচ্ছা নিয়েই 'রাব নে বানা দি জোড়ি' দেখেছিলাম।"
করণ আরও বলেছিলেন, 'পরবর্তীতে যখন আমি ব্যা'ন্ড বাজা বারাত' দেখলাম, আমি আনুশকাকে ফোন করেছিলাম এবং আমার মনে হলো আমি ওর কাছে ক্ষমা চাওয়া এবং ওর প্রশংসাও করা উচিত। ক্ষমা চেয়েছিলাম কারণ আমি খুব বিব্রত বোধ করেছিলাম এই ভেবে যে আমি সত্যিই এক ব্যতিক্রমী প্রতিভার ক্যারিয়ার গ্রাফ নষ্ট করে ফেলতে যাচ্ছিলাম। দ্বিতীয়ত, আনুশকার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।'
তবে গুজব রয়েছে, করণ নাকি চেয়েছিলেন আনুশকার বদলে সোনম কাপুরকে 'রাব নে বানা দি জোড়ি'-তে নেওয়া হোক।
প্রসঙ্গত, ২০১৬-র করণের সেই স্বীকারোক্তি সম্প্রতি রেডইটে শেয়ার করা হয়েছে, যেখানে করণের মন্তব্য শুনে ভীষণ চটেছেন নেটিজেনরা।
কেউ লিখেছেন, 'বাহ! উনি নিজেই তাহলে স্বীকার করছেন যে উনি আনুশকার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা চালিয়ে গিয়েছেন।' আরেকজন লিখেছেন, 'করণ হয়ত এমন আরও অনেকের ক্যারিয়ার নষ্ট করেছেনে যারা বলিউডে আত্মপ্রকাশের সুযোগটিও পাননি।'
কারো কারো ভাষ্যে, "করণ এবং তার দলবল মনে করেন, কে কী করবেন সবই তারা ঠিক করে দেবেন। কী ভয়ঙ্কর সাহস!' এমনই নানান মন্তব্য উঠে এসেছে।