এখন শুধু রোনালদোকে টেক্কা দেওয়ার অপেক্ষা কাইলির!
ইনস্টাগ্রামে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নারী তারকা মার্কিন মেকআপ-মোগল কাইলি জেনার। সম্প্রতি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৩০০ মিলিয়ন (৩০ কোটি)।
কাইলির আগে জনপ্রিয়তার এই তালিকায় শীর্ষস্থানে ছিলেন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে। এখন আরিয়ানা, জুটি বেঁধেছেন আরেক সংগীত তারকা সেলেনা গোমেজের সাথে; এই দুইজনেরই ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২৮৯ মিলিয়ন।
কাইলির চেয়ে একজনই এগিয়ে আছেন, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে রোনালদোর অনুসারী ৩৮৮ মিলিয়ন।
১৯৯৭ সালের ১০ আগস্ট জন্ম নেয়া কাইলির পুরো নাম কাইলি ক্রিস্টেন জেনার। মাত্র ৯ বছর বয়সে 'কিপিং আপ উইথ দি কার্দাশিয়ান' রিয়েলিটি শোয়ের মাধ্যমে শোবিজে প্রবেশ তার।
কার্দাশিয়ান-জেনার পরিবারের কনিষ্ঠতম সদস্য তিনি। রিয়েলিটি শো তারকা, ব্যবসায়ী এবং মডেল কিম কার্দাশিয়ান কাইলির হাফ-সিস্টার। তাদের বাকি বোনেরাও প্রত্যেকে খ্যাতনামী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্রজদের সবাইকে ছাড়িয়ে গেছেন কাইলিই।
কাইলি জেনারের দীর্ঘদিনের সঙ্গী মার্কিন র্যাপার ট্র্যাভিস স্কট। 'স্টরমি' নামে তাদের এক ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।
শীঘ্রই দ্বিতীয়বারের মতো সন্তানের জন্ম দিতে চলেছেন কাইলি। গত কিছুদিন যাবত ইনস্টাগ্রামেও ততোটা সক্রিয় নন এই মডেল-উদ্যোক্তা। তবে সেটি অনুসারীদের ওপর কোনো প্রভাব ফেলেনি। দিন যাচ্ছে আর কাইলির অনুসারীর সংখ্যাও বাড়ছে।
তার প্রথম ব্যবসায়িক প্রতিষ্ঠান 'কাইলি কসমেটিকস'; ব্যবসার প্রচারের জন্য বরাবরই ইনস্টাগ্রামের সাহায্য নিয়ে এসেছেন কাইলি। এটি তার জনপ্রিয়তার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।