শাহরুখ থেকে প্রিয়াঙ্কা: সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন যে বলি তারকারা
মা হয়েছেন বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও তুমুল জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী-সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার রাতে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি।
তবে সদ্যজাত সন্তানকে নিজের গর্ভে ধারণ করেননি প্রিয়াঙ্কা। বরং প্রিয়াঙ্কা-নিক জোনাস দম্পতি মা-বাবা হয়েছেন সারোগেসির মাধ্যমে।
এভাবে বলিউডে সারোগেসির মাধ্যমে পিতৃত্ব-মাতৃত্বের স্বাদ পাওয়া তারকাদের তালিকাটা আরেকটু লম্বা হলো। ইতোমধ্যেই সে তালিকায় রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য নাম।
প্রীতি জিনতা
২০২১ সালের নভেম্বরে প্রীতি জিনতা ইনস্টাগ্রামে জানান যে তিনি ও তার স্বামী জিন গুডএনাফ সারোগেসির মাধ্যমে তাদের যমজ সন্তান জিয়া ও জয়কে স্বাগত জানান। একটি হৃদয়স্পর্শী নোটের মাধ্যমে তিনি চিকিৎসক, নার্স ও তাদের সারোগেটকেও ধন্যবাদ জানান।
শিল্পা শেঠি
২০২০ সালে শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা তাদের দ্বিতীয় সন্তান সামিশার জন্মের ঘোষণা দেন। তারা জানান যে এই কন্যাসন্তানকে তারাও সারোগেসির মাধ্যমেই পেয়েছেন।
তুষার কাপুর
একজন গর্বিত সিঙ্গেল ফাদার তুষার কাপুর। বিয়ে করেননি তো কী হয়েছে, ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে তিনি তার পুত্রসন্তান লক্ষ্যকে স্বাগত জানান। এর মাধ্যমেই নিজেদের প্রথম নাতির মুখ দেখেন জিতেন্দ্র ও শোভা কাপুর।
করণ জোহর
তুষার কাপুরের মতোই, করণ জোহরও একজন সিঙ্গেল ফাদার। ২০১৭ সালে তিনি তার যমজ সন্তান যশ ও রুহিকে পান এক সারোগেটের সাহায্যে। ইনস্টাগ্রামে প্রায়ই দুই সন্তানের ছবি শেয়ার করেন এই চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক।
সানি লিওনি
সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া আরেক তারকা দম্পতি সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। ২০১৮ সালে যমজ সন্তানের মা-বাবা হন তারা। তবে এর আগে ২০১৭ সালেও তারা নিশা নামের একটি কন্যাসন্তান দত্তক নেন।
একতা কাপুর
ভাই তুষারের পদাঙ্ক অনুসরণ করে ২০১৯ সালে তারকা প্রযোজক একতা কাপুরও সারোগেসির মাধ্যমে মা হন। তার পুত্রসন্তানের নাম রাভি।
শ্রেয়াস তালপাড়ে
শ্রেয়াস তালপাড়ে ও তার স্ত্রী দীপ্তি বিয়ের পর ১৪ বছর নিঃসন্তান ছিলেন। এরপর তারা সারোগেসির কল্যাণে ২০১৮ সালে তাদের কন্যাসন্তান আদ্যকে পান।
শাহরুখ খান
২০১৩ সালে কিং খান ও তার স্ত্রী তাদের তৃতীয় সন্তান আব্রামকে জন্ম দেন সারোগেসির মাধ্যমেই। সোহেল খান ও সীমা খানের পরামর্শ অনুযায়ী সারোগেসির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
- সূত্র: নিউজ১৮