খুনির সন্ধান, বৈবাহিক সম্পর্কের ভাঙন! ‘রুদ্রের’ সাথে ওটিটিতে অজয়
ওটিটিতে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। মুক্তি পেয়েছে তার আসন্ন ওয়েব সিরিজ 'রুদ্র'র ট্রেলার। এতে ডিসিপি রুদ্র বীর সিংয়ের নামভূমিকায় অভিনয় করছেন অজয়। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। প্রশংসিত ব্রিটিশ সিরিজ লুথারের রিমেক এই ওটিটি সিরিজটি।
অজয় দেবগন ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এশা দেওল, রাশি খান্না, অতুল কুলকার্নি, অশ্বিনী কালসেকার, তরুণ গেহলট, আশিস বিদ্যার্থী এবং সত্যদীপ মিশ্রার মতো অভিনেতারা। পরিচালনা করেছেন রাজেশ মাপুশকার।
'রুদ্র' সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা সিরিজ। অজয়কে এমন এক পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে যিনি ভয়ঙ্কর খুনিদের ধরার জন্য খ্যাত। ব্যক্তিগত ফ্রন্টে জিনিসগুলো তার কাছে ততটাই জটিল। আরও দেখানো হবে, এশার সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ভাঙন। 'বিশ্বাসঘাতকতা' তাদের সম্পর্ক ফাটলের অন্যতম কারণ হিসেবে প্রকাশ পেয়েছে।
২০১৫ সালে এশা দেওলকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। হিন্দি-কন্নড় দ্বিভাষিক ছবি 'কেয়ার অফ ফুটপাথ ২'তে অভিনয় করেছিলেন তিনি। 'রুদ্র' সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর ফের পর্দায় কামব্যাক করছেন এই অভিনেত্রী। এরপর তিনি দুটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন। অজয়ের সঙ্গে 'কাল', 'যুবা' এবং 'ম্যায় আইসা হি হুন'-এর মতো ছবিতে কাজ করেছেন এশা।