অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী, বর-কনের বেশে প্রথম ছবি
বলিউডের নজর আজ খাণ্ডালায় আটকে। এখানেই একেবারে অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকার। বিগ ফ্যাট ওয়েডিং-এর বদলে ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন দুজনে। দুজনের পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন এই বিয়ের আসরে।
ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করলেন না শিবানী-ফারহান। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনের পথে পা বাড়ালেন দুজনে। আর বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তারা!
বিয়েতে অভিনব স্টাইলে সেজেছেন শিবানি। মাথায় লাল ওড়না, সঙ্গে লালরঙা মারমেইড গাউন। এদিকে কালো টাক্সিডোতে ধরা দিলেন ফারহান।
ফারহান-শিবানীর বিয়েতে সপরিবারে হাজির হয়েছেন হৃতিক রোশন। বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশনের সঙ্গে লেন্সবন্দি হলেন তারকা। সাদা পাঞ্জাবি আর গোলাপি জহর কোটে হ্যান্ডসাম হৃতিক রীতিমতো ফ্যাশন গোলস দিচ্ছেন।
শিবানী দান্ডেকারের বেস্ট ফ্রেন্ড রিয়া চক্রবর্তীও ছিলেন এই বিয়ের মধ্যমণি হয়ে। মূল অনুষ্ঠানের জন্য সাদা রঙ এর লেহেঙ্গা চোলিতে ধরা দিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড।
২০১৮ সাল থেকে পরস্পরকে ডেট করছেন ফারহান-শিবানী। অবশেষে পূর্ণতা পেল তাঁদের প্রেমের গল্প। এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানির সঙ্গে ১৭ বছর দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন 'দিল চাহতা হ্যায়' পরিচালক।