‘নাসেক নাসেক’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজন
'নাসেক নাসেক' শিরোনামের হাজং-লোকগানে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের যাত্রা। বুধবার রাতে ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারে মুক্তি পেয়েছে নতুন গানটি। এর আগে থিম সং 'একলা চলো রে' মুক্তির মাধ্যমে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
'নাসেক নাসেক' গানটি পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পান্থ কানাই এবং উদীয়মান শিল্পী অনিমেস রায়। হাজং ভাষার নাসেক নাসেকের সঙ্গে বাংলা গান 'দোল দোল দুলুনি' মিলিয়ে চমৎকার এক ফিউশনে রূপ দেওয়া হয়েছে গানটিকে। গানে হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেস রায় এবং বাংলা অংশ গেয়েছেন পান্থ কানাই। গানটির সঙ্গীত প্রযোজনায় ছিলেন শায়ান চৌধুরী অর্ণব।
কোক স্টুডিও বাংলার সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, "আমাদের প্রথম গানটি সবার কাছে তুলে ধরতে পেরে আমরা রোমাঞ্চিত। এই গানটি করতে গিয়ে আমরা যেরকম উপভোগ করেছি, আশা করি দর্শকেরাও গানটি সেরকম উপভোগ করবেন। এটি কোক স্টুডিওর শুরু মাত্র, প্রথম সিজনের জন্য জনপ্রিয় অন্যান্য শিল্পীর গাওয় আরও চমৎকার গান অপেক্ষা করে আছে।"
প্রথম সিজনের প্রথম গানটি ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারের মাধ্যমে মুক্তি পাওয়ায় ভক্তরা বিনামূল্যেই এটি শুনতে পেরেছেন। অনুষ্ঠানের শুরুতেই লাইভ দর্শক-শ্রোতাদের স্বাগত জানান কোকা-কোলা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান। তারপর তিনি দর্শকদের নিয়ে যান ব্যাক স্টেজে। তাহসানই প্রথম গানটির পর্দা উন্মোচন করেন এবং লাইভ শ্রোতারা গানটি উপভোগ করেন।
গানটি প্রকাশিত হওয়ার পর লাইভে এসে কমেন্ট সেকশনের মাধ্যমে ভক্তদের সাথে আলাপচারিতায় অংশ নেন তাহসান। এরপর ভক্তদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাহসান কোক স্টুডিও বাংলা নিয়ে ১০টি প্রশ্ন করেন এবং সবচেয়ে দ্রুত উত্তরদাতা কোক স্টুডিও বাংলা-র পক্ষ থেকে জিতে নেন পুরস্কার।
হাজং জনগোষ্ঠীর শিল্পী অনিমেস রায় নিজ মাতৃভাষায় গানটি গেয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের সাথে যুক্ত থাকতে পেরে তিনি দারুণ সম্মানিত বোধ করছেন। হাজং জনগোষ্ঠীর সঙ্গীতকে সবার সামনে তুলে ধরতে পেরে তিনি আনন্দিত।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বসবাস করা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হাজং। নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর এলাকায় এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এই প্রাণবন্ত জনগোষ্ঠীর বসবাস। তাদের একটি অংশ সিলেট এবং সুনামগঞ্জেও বাস করে। ক্ষুদ্র জনগোষ্ঠী হলেও হাজংদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক আচার-অনুষ্ঠান, খাদ্য ও পোশাক রয়েছে। অনিমেসের বিশ্বাস, দুই ভাষার এই অনন্য ফিউশন দর্শক উপভোগ করবেন এবং পান্থ কানাইও তার গাওয়া গানটি পছন্দ করবেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে দশ হাজারেরও বেশি মানুষ লাইভে অংশগ্রহণ করেন। পুরো সেশন জুড়ে দর্শক-শ্রোতারা কমেন্ট সেকশনে গানটির প্রশংসা করেন।
কোকা-কোলা-র আন্তর্জাতিক সঙ্গীত আয়োজন কোক স্টুডিওর সর্বশেষ সংস্করণ কোক স্টুডিও বাংলা। দেশীয় সঙ্গীত, সঙ্গীতশিল্পী, সঙ্গীতশিল্প ও সঙ্গীতের প্রতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষদের ভালোবাসার কথা তুলে ধরার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে তুমুল জনপ্রিয় এই ফিউশন মিউজিক প্ল্যাটফর্মটি।