স্কুলের বন্ধুরা একসময় বাবার পোশাক নিয়ে ঠাট্টা করত: বাপ্পা লাহিড়ী
বাপ্পি লাহিড়ী নেই, পরিবারের পক্ষে এখনও এটা মেনে নেওয়া বেশ কঠিন।
বিভিন্ন সময় বাবার সঙ্গে অনুষ্ঠানে যেতেন ছেলে বাপ্পা। বাবাকে নিয়ে প্রয়াত কিংবদন্তীর ছেলে মেলে ধরলেন নানা স্মৃতি।
বাপ্পা বলেন, 'তিনি এক এবং অদ্বিতীয়। তার মতো গান গাইতে শুনিনি কাউকেই। এখনও বিশ্বাস হচ্ছে না যে, তিনি নেই।'
আরও জানালেন, সাজগোজ নিয়ে বেজায় খুঁতখুঁতে ছিলেন বাপ্পি লাহিড়ী। কোথাও বেরানোর আগে চোখে কালো চশমা, গা-ভর্তি গয়না এবং ঝাঁ চকচকে পোশাক তার পরতেই হতো। দিন হোক কিংবা রাত- চোখে কালো চশমা ছাড়া তিনি ঘর থেকে বেরোতেন না। তেমনি শেষযাত্রায়ও পরিবার তার চোখে কালো চশমা পরিয়ে দেয়।
কথায় কথায় বাপ্পা জানান, স্কুলের বন্ধুরা তার বাবার পোশাক নিয়ে একসময় ঠাট্টা করতেন। বাবার তীব্র রঙের জামাকাপড় নিয়ে মশকরা করত তারা। তিনি বাবাকে একসময় প্রশ্ন করেছিলেন, 'ভোর ছয়টায় তুমি কালো চশমা পরো কেন বাবা?'
শুধু বাপ্পিদার গান নয়, তার ফ্যাশন স্টেটমেন্ট বরাবর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোনার প্রতি তার অনুরাগ কারও অজানা নয়। শিল্পীর ঠোঁটের কোণে সব সময় একটা চওড়া হাসি লেগে থাকত। নিজের সৃষ্টির মধ্যে দিয়ে আজীবন সকলের মনে রয়ে যাবেন 'বাপ্পিদা'।