বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে প্রকাশিত হয়েছে 'মুজিব: একটি জাতির রূপকার'-এর প্রথম পোস্টার। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে পোস্টারটি উন্মোচন করে বাংলাদেশের এফডিসি এবং ভারতের এনএফডিসি কর্তৃপক্ষ। এনএফডিসি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছে ছবিটির পোস্টার।
জাতির জনকের ১০০তম জন্মদিন উদযাপন আয়োজনের অংশ হিসেবে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে কাজ শেষ হতে দেরি হওয়ায় শততম জন্মদিনে আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি ছবিটিকে।
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে। তিনি বলেন, "সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। কাজ শেষ করে সিনেমাটি বুঝিয়ে দিলেই মুক্তি নিয়ে পরিকল্পনা শুরু হবে।"
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।