জয়ার হাতে ফিল্মফেয়ার: ঝাড়খন্ড থেকে কলকাতায় এসে নিলেন পুরস্কার
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের জয়া আহসানের হাতে উঠলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ২০২১।
টানা তৃতীয়বারের মতো তিনি এই পুরস্কার পেলেন। পপুলার ক্যাটাগরিতে বৃহস্পতিবার রাতে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। 'বিনিসুতোয়' চলচ্চিত্রে অভিনয়ের জন্য জয়া আহসান এই পুরস্কার পান।
পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জয়া আহসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভালো লাগছে। আমি আসলে আশা করিনি পপুলার ক্যাটাগরিতে পেয়ে যাবো। এর আগে আমি পপুলার এবং ক্রিটিকস ক্যাটাগরিতে দুইবার পুরস্কার পেয়েছি। এবার হ্যাট্রিক হলো। অবশ্যই খুব ভালো লাগছে।'
তার পুরস্কার প্রাপ্তিতে ফিল্মফেয়ার বাংলার আয়োজক ও তার বন্ধুরাসহ সবাই খুব খুশি জানিয়ে জয়া বলেন, 'আমি কালান্তর ছবির শুটিংয়ের জন্য ভারতের ঝাড়খন্ড রাজ্যে ছিলাম। সেখান থেকে ট্রেনে করে কলকাতায় এসে পৌঁছাই বৃহস্পতিবার সকালে। এই প্রোগ্রামে অংশ নিতেই কলকাতায় এসেছি। আমার আসাটা সার্থক হয়েছে।'
এ বছর 'বিনিসুতোয়' ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী এবং রুক্সিনী মৈত্রের সঙ্গে।
২০১৯ সালে টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার'–এর জন্য ফিল্মফেয়ারে (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান।