চড় খেয়েও উইল স্মিথের বিরুদ্ধে নালিশ জানাবেন না অস্কারের সঞ্চালক!
সোমবার কাকভোরে অস্কার অনুষ্ঠানে বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলো বিশ্ব। লাইভ অনুষ্ঠান চলাকালীন অস্কারের সঞ্চালক, কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মারেন খ্যাতনামা অভিনেতা উইল স্মিথ! সেই নিয়ে বিতর্কের ঝড় সব মহলে। অনেকেই ভেবেছিলেন পুরো ঘটনাই হয়তো সাজানো নাটক! কিন্তু মোটেই তেমনটা নয়, বাস্তবেই ক্ষিপ্ত হয়ে ক্রিস রককে চড় মেরেছেন উইল স্মিথ। কিন্তু উইল স্মিথের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে অস্বীকার করেছেন ক্রিস রক।
কিং রিচার্ড ছবিতে রিচার্ড উইলিয়ামের চরিত্রে অনবদ্য পারফরম্যান্সের এদিন ক্যারিয়ারের প্রথম অস্কার পুরস্কার জেতেন উইল স্মিথ। এই জয়ের আনন্দ কি অনেকটাই ম্লান হয়ে গেল 'থাপ্পড়' বিতর্কে?
কী ঘটেছিল অস্কারের মঞ্চে?
উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি রসিকতা করে ফেলেন ক্রিস রক। সঞ্চালক বলেন, পরের 'জি আই জেন' ছবিতে অভিনয় করবেন জাডা। ১৯৯৭ সালের সেই 'জি আই জেন' ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি একটি অসুখের কারণে। যে অসুখের নাম অ্যালোপেসিয়া।
স্ত্রীকে নিয়ে এই রসিকতা শুনেই রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে সজোরে চড় মারেন তিনি। বলেন, তাঁর স্ত্রীকে এ সব রসিকতা থেকে দূরে রাখতে। তাছাড়া গালিগালাজও করেন ক্রিস রকের উদ্দেশ্যে। তবে ভাবলেশহীনভাবে সঞ্চালনার পর্ব এগিয়ে নিয়ে যান ক্রিস।
উইল স্মিথের চড় মারার ইস্যুতে দ্বিধাবিভক্ত টুইটার, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। স্ত্রীর মর্যাদা ও সম্মানরক্ষার খাতিরে ঠিক কাজ করেছেন অভিনেতা- এমনই মত একটি বড় অংশের, কেউ কেউ আবার বিস্ময় প্রকাশ করেছেন, কেন এমন হিংসাত্মক ঘটনার জন্য উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হল না অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে!
তবে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের তরফে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিস রক নিজেই পুলিশে অভিযোগ জানাতে অস্বীকার করেছেন। যদি হেনস্থার শিকার ব্যক্তি পরবর্তী সময়েও অভিযোগ জানান, তাহলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সেরা অভিনেতার পুরস্কার জেতার পর উইল স্মিথ এই অপ্রীতিকর ঘটনার জন্য একাডেমির কাছে ক্ষমা চেয়ে নেন। তবে ক্রিস রকের নাম ধরে তার কাছে কোনো ক্ষমা চাননি স্মিথ। তিনি বলেন, 'আমি একাডেমির কাছে, আমার সহ-শিল্পীদের কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে দেখেই মনে হয় পাগলাটে বাবা, ঠিক যেমনটা সকলে বলে রিচার্ড উইলিয়ামকে নিয়ে। কিন্তু ভালোবাসার জন্যই তো মানুষ এমন সব কাজ করে বসে যা পাগলামিতে ভরপুর'।
সূত্র: হিন্দুস্তান টাইমস